Makhana Health Benefits: পুষ্টিগুণে ভরপুর মাখনা! ছট পুজোর বাজারে বিক্রি তুঙ্গে! জেনে নিন খাওয়ার পদ্ধতি
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Makhana Health Benefits: মাখানার পুষ্টিগুণ অনেকটাই বেশি। তাই অনেকেই খেয়ে থাকেন এই মাখানা। বছরের এই বিশেষ সময়ে এই মাখানা প্রচুর পরিমাণে পাওয়া যায়।
advertisement
advertisement
বাজারের এক বিক্রেতা গায়েত্রী বানিয়ে জানান, "সারা বছর খুব একটা বেশি পরিমাণে এই মাখানা জেলায় আসে না। ছট পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে মাখানা নিয়ে আসা হয় জেলায়। মূলত বিহার রাজ্য থেকে নিয়ে আসা হয় এই মাখানা। বছরের এই সময়ে প্রচুর পরিমাণে মাখানা কিনতে পাওয়া কারণে প্রচুর মানুষ এই মাখারা কিনে থাকেন।"
advertisement
advertisement







