Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে মহা আয়োজন! জয়ন্তি মহাকাল ধামে আসা পুণ্যার্থীরা পাচ্ছেন এইসব বিশেষ সুবিধা

Last Updated:
শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন এলাকার পুণ্যার্থীদের ঢল নামল জয়ন্তি মহাকাল ধামে
1/5
শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী বড় মহাকাল ধামে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়।গতকাল রাত থেকেই পুজো দেওয়ার জন্য লাইন পড়েছিল পুন্যর্থীদের। জয়ন্তী বড় মহাকাল ধাম আলিপুরদুয়ার জেলার কাছে অবস্থিত একটি অন্যতম তীর্থক্ষেত্র।
শিবরাত্রি উপলক্ষে জয়ন্তি বড় মহাকাল ধামে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। গতকাল রাত থেকেই পুজো দেওয়ার জন্য লাইন পড়েছিল পুণ্যার্থীদের। জয়ন্তি বড় মহাকাল ধাম আলিপুরদুয়ার জেলার কাছে অবস্থিত একটি অন্যতম তীর্থক্ষেত্র।
advertisement
2/5
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হয় জয়ন্তী মহাকাল ধামে। অত্যন্ত কষ্টকর এই পথ। এবছর আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ী কিছু রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হয় জয়ন্তি মহাকাল ধামে। অত্যন্ত কষ্টকর এই পথ। এ বছর আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ী কিছু রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে।
advertisement
3/5
এদিন রাজাভাতখাওয়া প্রবেশ গেটে পুণ্যার্থীদের জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার শিবির করেছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যারা জয়ন্তী মহাকাল ধামের উদ্দেশ্যে এদিন রওনা দিয়েছেন তাদের সকলকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।
এদিন রাজাভাতখাওয়া প্রবেশ গেটে পুণ্যার্থীদের জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যারা জয়ন্তি মহাকাল ধামের উদ্দেশ্যে এদিন রওনা দিয়েছেন তাদের সকলকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
advertisement
4/5
জয়ন্তী মহাকাল ধাম পুজো কমিটির পক্ষ থেকে এদিন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল মন্দির যাওয়ার রাস্তায়। রাজাভাতখাওয়া গেট থেকেই দাঁড়িয়েছিলেন ভলেন্টিয়াররা। ভক্তদের টিকা পড়ানোর কাজ করেন তারা।
জয়ন্তি মহাকাল ধাম পুজো কমিটির পক্ষ থেকে এদিন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল মন্দির যাওয়ার রাস্তায়। রাজাভাতখাওয়া গেট থেকেই দাঁড়িয়েছিলেন ভলেন্টিয়াররা। ভক্তদের টিকা পরানোর কাজ করেন তারা।
advertisement
5/5
মন্দির যাওয়ার পথে ভান্ডারা বসানো হয়েছে। এছাড়াও পানীয় জল ও পুন্যর্থীদের শরবত পান করানোর ব্যবস্থা করা হয়েছে। পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থীদের ভান্ডারার থেকে খিচুড়ি দেওয়া হচ্ছে।
মন্দির যাওয়ার পথে ভান্ডারা বসানো হয়েছে। এছাড়াও পানীয় জল ও পুণ্যার্থীদের শরবত পান করানো ব্যবস্থা করা হয়েছে। পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থীদের ভান্ডারার থেকে খিচুড়ি দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement