Laxmi Puja 2024 price hike: লক্ষ্মীপুজো আসতেই অগ্নিমূল্য বাজার! পুজোর কেনাকাটা করতেই হাত পুড়ছে বাঙালির
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Laxmi Puja 2024 Price Hike: বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত প্রতিটা বাড়িতেই পালিত হয়ে থাকে। তার আগে অগ্নিমূল্য বাজার। পুজোর আগে অতিবৃষ্টির কারণে এবছরের দুর্গা পুজোতেও সবজি এবং ফলের বাজার অগ্নিমূল্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, বালুরঘাট শহর সাংস্কৃতিক শহর হিসেবে চিহ্নিত। আর এই সাংস্কৃতিক শহরে ষষ্ঠী পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো সবকিছুতেই রয়েছে একটু ভিন্ন ধরনের ছোঁয়া। অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। বালুরঘাট শহরের বাজার ও তহবাজারের পুজোর বাজার করতে ভিড় আগের বছরের তুললায় অনেকটাই কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement