৭০ ভরি গয়নায় সেজে উঠলেন বোল্লা মা! কৌশিকী অমাবস্যায় দেবীর সাজ
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
এদিন বোল্লা কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো। যা সারাদিন ধরে চলছে। সন্ধেয় হয় যজ্ঞ ও আরতি। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবী জীবনের অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির সঞ্চার ঘটে
![শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে দিকে দিকে শক্তির আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। সেই রীতি মেনেই বিশেষভাবে পুজো হল বোল্লা রক্ষাকালী মন্দিরে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই হাজারে হাজারে ভক্তের সমাগম হল বোল্লা কালী মন্দিরে।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী] শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে দিকে দিকে শক্তির আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। সেই রীতি মেনেই বিশেষভাবে পুজো হল বোল্লা রক্ষাকালী মন্দিরে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই হাজারে হাজারে ভক্তের সমাগম হল বোল্লা কালী মন্দিরে।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5399137_bollakalipuja1280x720_copy_1200x900_watermark_2208_2.jpg?impolicy=website&width=827&height=620)