৭০ ভরি গয়নায় সেজে উঠলেন বোল্লা মা! কৌশিকী অমাবস্যায় দেবীর সাজ

Last Updated:
এদিন বোল্লা কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো। যা সারাদিন ধরে চলছে। সন্ধেয় হয় যজ্ঞ ও আরতি। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবী জীবনের অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির সঞ্চার ঘটে
1/5
শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে দিকে দিকে শক্তির আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। সেই রীতি মেনেই বিশেষভাবে পুজো হল বোল্লা রক্ষাকালী মন্দিরে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই হাজারে হাজারে ভক্তের সমাগম হল বোল্লা কালী মন্দিরে।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]
advertisement
2/5
এদিন বোল্লা কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো। যা সারাদিন ধরে চলছে। সন্ধেয় হয় যজ্ঞ ও আরতি। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবী জীবনের অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির সঞ্চার ঘটে।
এদিন বোল্লা কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো। যা সারাদিন ধরে চলছে। সন্ধেয় হয় যজ্ঞ ও আরতি। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবী জীবনের অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির সঞ্চার ঘটে।
advertisement
3/5
মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, আজ এমনিতেই শুক্রবার। তার উপর কৌশিকী অমাবস্যা। তাই ভক্তদের ভিড় অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]
advertisement
4/5
মায়ের অলঙ্কার রূপোর তৈরি হলেও তা সোনার জল করা। এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]
advertisement
5/5
এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। এই বিশাল ভিড় সামাল দেওয়ার জন্য কমিটির সদস্যদের পাশাপাশি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেক ভক্ত যাতে সঠিকভাবে পুজো দিতে পারেন তার ব্যবস্থা করেছে মন্দির কমিটি।[ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী]
advertisement
advertisement
advertisement