IMD Weather Update: রাজধানীতে আগুন ঝরাচ্ছে শীতের প্রথম স্পেল, আগামী ৫ দিনে ঠান্ডার কামড়? বাংলায় আবহাওয়ার বিরাট বদল... রইল মেগা আপডেট
- Reported by:Sujoy Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Update: বৃষ্টির রেশ কাটতে না কাটতেই উত্তরে দরজায় কড়া নাড়ছে হাড়কাঁপানো ঠান্ডা, ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে শুরু করে সমতল সঙ্গে ঠাণ্ডা ফুরফুরে হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে।
বৃষ্টিকে টাটা বাই বাই করে গুটি গুটি পায়ে শীতের প্রবেশ, কুয়াশাচ্ছন্ন আকাশ, শিশিরে ভেজা ঘাস এবং ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে জাকিয়ে শীত ।উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
advertisement
advertisement
advertisement







