মুম্বইকে টেক্কা! কোথাও গণেশ হাজির কৃষ্ণরূপে, কোথাও আবার নেহাতই শিশু! দেখতে হলে আজই বেরিয়ে পড়ুন

Last Updated:
বৃষ্টিভেজা শহরে তাই দিনভর চলেছে ভক্তি, আনন্দ আর উৎসবের মেলবন্ধন। গণেশ চতুর্থী যেন রূপ নিয়েছে এক মহাউৎসবে।
1/9
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মুষলধারে বৃষ্টি, শহরের রাস্তায় হাঁটু জল—তবুও থেমে থাকেনি ভক্তদের পা। গণেশ চতুর্দশীর দিনে শিলিগুড়ি জুড়ে মন্ডপে মন্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই পুজো-আর্চা সেরে নিয়েছিলেন উদ্যোক্তারা, কিন্তু বেলা বাড়তেই কুয়াশা আর প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা থেকে মানুষের ঢল নামল শহরের নানা প্রান্তে।
<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য :</strong> মুষলধারে বৃষ্টি, শহরের রাস্তায় হাঁটু জল। তবুও থেমে থাকেনি ভক্তদের পা। গণেশ চতুর্দশীর দিনে শিলিগুড়ি জুড়ে মণ্ডপে মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই পুজো-আর্চা সেরে নিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু বেলা বাড়তেই কুয়াশা আর প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা থেকে মানুষের ঢল নামল শহরের নানা প্রান্তে।
advertisement
2/9
শহরের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির ১৯তম বর্ষের থিম কেদারনাথ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ভক্তদের ভিড়ে রীতিমতো ঠাসা ছিল মন্ডপ প্রাঙ্গণ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
শহরের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির ১৯তম বর্ষের থিম কেদারনাথ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ভক্তদের ভিড়ে রীতিমতো ঠাসা ছিল মণ্ডপ প্রাঙ্গণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/9
একইভাবে হাকিমপাড়ার বন্ধু মহল গণেশ পুজো কমিটি, তাদের চতুর্থ বর্ষে রাধাকৃষ্ণের সাজে বাপ্পা বসিয়ে নজর কেড়েছে ছোটদের। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
একইভাবে হাকিমপাড়ার বন্ধু মহল গণেশ পুজো কমিটি, তাদের চতুর্থ বর্ষে রাধাকৃষ্ণের সাজে 'বাপ্পা' বসিয়ে নজর কেড়েছে ছোটদের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/9
এদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি ও বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের যৌথ উদ্যোগে চোখ ধাঁধানো আলোকসজ্জা ও মেলায় দর্শকদের ভিড় জমে। বিশাল আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি ও বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের যৌথ উদ্যোগে চোখ ধাঁধানো আলোকসজ্জা ও মেলায় দর্শকদের ভিড় জমে। বিশাল আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/9
শহরের চম্পাসাড়ি রেগুলেটেড মার্কেটের ১৬তম বর্ষের পুজোতেও হাজারো মানুষ ভিড় জমান। এখানে প্রায় পাঁচ হাজার ভক্ত ভান্ডারার প্রসাদ গ্রহণ করেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
শহরের চম্পাসাড়ি রেগুলেটেড মার্কেটের ১৬তম বর্ষের পুজোতেও হাজার হাজার মানুষ ভিড় জমান। এখানে প্রায় পাঁচ হাজার ভক্ত ভান্ডারার প্রসাদ গ্রহণ করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/9
পাশাপাশি, প্রধান নগর গণেশ পুজো কমিটি পঞ্চম বর্ষে ‘দেবদর্পণ’ থিম নিয়ে শহরবাসীর দৃষ্টি কেড়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পাশাপাশি, প্রধান নগর গণেশ পুজো কমিটি পঞ্চম বর্ষে ‘দেবদর্পণ’ থিম নিয়ে শহরবাসীর দৃষ্টি কেড়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/9
অন্যদিকে হাকিমপাড়ার সপ্তম বর্ষের পুজোতে ‘সবুজ শৈশব’ থিম ও রয়েল মোড় গণেশ পূজা কমিটির বেনারস সাজের মন্ডপ ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছে উদ্যোক্তারা। রাস্তায় হাঁটু জল সত্ত্বেও দর্শনার্থীরা পৌঁছেছেন এক টুকরো বেনারস দেখতে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
অন্যদিকে হাকিমপাড়ার সপ্তম বর্ষের পুজোতে ‘সবুজ শৈশব’ থিম ও রয়েল মোড় গণেশ পূজা কমিটির বেনারস সাজের মণ্ডপে ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছেন উদ্যোক্তারা। রাস্তায় হাঁটু জল সত্ত্বেও দর্শনার্থীরা পৌঁছেছেন এক টুকরো বেনারস দেখতে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/9
সবশেষে, কচিকাঁচাদের টানতে শিলিগুড়ি বিপ্লবী সংঘের তৃতীয় বর্ষের পুজোয় ১১ ফুট প্রতিমায় ‘শিশু রূপে গণেশ’ ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের হাত ধরে অভিভাবকরাও ভিড় জমান এই মন্ডপে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সবশেষে, কচিকাঁচাদের টানতে শিলিগুড়ি বিপ্লবী সংঘের তৃতীয় বর্ষের পুজোয় ১১ ফুট প্রতিমায় ‘শিশু রূপে গণেশ’ ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের হাত ধরে অভিভাবকরাও ভিড় জমান এই মন্ডপে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
9/9
বৃষ্টিভেজা শহরে তাই দিনভর চলেছে ভক্তি, আনন্দ আর উৎসবের মেলবন্ধন। উদ্যোক্তারা খুশি—কারণ প্রকৃতির বাধা সত্ত্বেও গণেশ চতুর্দশী যেন রূপ নিয়েছে দুর্গাপুজোর জনজোয়ারের মতোই এক মহাউৎসবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বৃষ্টিভেজা শহরে তাই দিনভর চলেছে ভক্তি, আনন্দ আর উৎসবের মেলবন্ধন। উদ্যোক্তারা খুশি। কারণ প্রকৃতির বাধা সত্ত্বেও গণেশ চতুর্থী যেন রূপ নিয়েছে দুর্গাপুজোর জনজোয়ারের মতোই এক মহাউৎসবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement