Durga Puja 2025: প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন? জেনে নিন বাংলার কোন কোন রাস্তায় চলবে বিধি-নিষেধ
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজোর দিন মানেই শহরে অগণিত মানুষের ঢল। প্যান্ডেল হপিং করতে শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আর সেই ভিড়ের চাপ সামলানোই হয়ে ওঠে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
advertisement
পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ চালু থাকবে শহরে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ২টো এবং অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত কার্যকর হবে এই বিধি-নিষেধ। ইতিমধ্যেই এক বিশেষ বৈঠকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো রুট প্ল্যান বুঝিয়ে দেন ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এই সময়ে শহরের ভিড় কমাতে বাস-ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও অসমগামী বাস ছাড়বে নৌকাঘাট থেকে। সিকিমগামী বাস ছাড়বে পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে। বাগডোগরা, খড়িবাড়ি, নকশালবাড়ি ও পানিট্যাংকি রুটের বাসও ছাড়বে নৌকাঘাট থেকে। কলকাতা ও বিহারগামী বাস চলবে পিসি মিত্তাল বাস টার্মিনাস ও নৌকাঘাট থেকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
শহরের রাস্তায় বিধি-নিষেধযানজট এড়াতে একাধিক প্রধান রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে। হাসমি চক থেকে পানিট্যাংকি মোড়, অমর গ্যারেজ থেকে সেবক মোড়, জলপাই মোড় থেকে বাবুপাড়া মোড়, ইয়ারভিউ মোড় থেকে কোর্ট মোড়, এমনকি হাসপাতাল মোড় থেকে পাকুরতলা পর্যন্ত অনেক রাস্তাতেই বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এনজেপি স্টেশনে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেজন্য বিকল্প রুট রাখা হয়েছে ছোট গাড়ির জন্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
এইভাবে দুর্গাপুজোর ভিড় সামলাতে আগাম প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কঠোর যান নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষ ও পুজো কমিটিগুলির সহযোগিতাই শহরকে নির্বিঘ্নে চলাচলযোগ্য করে তুলতে পারে। শেষ পর্যন্ত প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগেই উৎসবের আনন্দ মিলবে যানজটমুক্ত পরিবেশে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য






