Jalpaiguri News: কলেজ পড়ুয়া কুসুমই আজ বনবস্তির ‘মা দুর্গা’! কাহিনি জানলে চোখে জল আসবে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Jalpaiguri News: টিনের চালা ঘর থেকে পড়ে বৃষ্টির জল। তাঁর স্বপ্ন, টিনের চালা সংস্কার হলে আরও ভালভাবে পড়ানো। পাশের জঙ্গল থেকে মাঝেমধ্যেই বেরোয় হাতির দল, ভেঙে দেয় ফসল ও ঘরবাড়ি।
বন্যপ্রাণ অধ্যুষিত গরুমারার শেষ সীমান্তে ভেলোরডাঙ্গা বন বস্তির কলেজ ছাত্রী কুসুম মুন্ডা বন বস্তির কচিকাচাদের কাছে দেবী দুর্গা! হাতি, লেপার্ড-সহ বন্যপ্রাণের ভয়েই স্কুল বন্ধ হওয়ার জোগাড় ভেলোরডাঙ্গায়! বনবস্তির খুদেরা স্কুলের বদলে তাই কুসুমদিদির পাঠশালায় ভরসা খুঁজে পেয়েছে। কুসুম তাদের পড়াশুনো জারি রাখতে বারান্দায় পাটি পেতে চালু করেছেন কুসুমের পাঠশালা।
advertisement
advertisement
advertisement
advertisement
টিনের চালা ঘর থেকে পড়ে বৃষ্টির জল। তাঁর স্বপ্ন, টিনের চালা সংস্কার হলে আরও ভালভাবে পড়ানো। পাশের জঙ্গল থেকে মাঝেমধ্যেই বেরোয় হাতির দল, ভেঙে দেয় ফসল ও ঘরবাড়ি। তবু দুর্গাপুজোতে মা-কে দেখতে যেতে চান কুসুম, সঙ্গে নিতে চান তাঁর খুদেদেরও। এদিকে, কচিকাঁচাদের মনে ঘুরপাক খায় গোপন প্রার্থনা, 'মা, কুসুমদিদির যাতায়াতের পথে যেন কোনও বিপদ না হয়'!








