হোম » ছবি » উত্তরবঙ্গ » ১৫ অগাস্ট ডুয়ার্সে উপচে পড়ল পর্যটকের ভিড়, বেজায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা
১৫ অগাস্ট ডুয়ার্সে উপচে পড়ল পর্যটকের ভিড়, বেজায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা
Bangla Editor
1/ 5
*করোনা আবহের মধ্যে সারাদেশে পালিত হচ্ছে ৭৪ তম স্বাধীনতা দিবস। এই প্রথমবার সারাদেশে রীতিমতো সামাজিক দূরত্ব মেনে এবং মুখে মাক্স পড়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে গোটা দেশে । সংগৃহীত ছবি।
2/ 5
*স্বাধীনতা দিবসে বা অন্য কোন ছুটি মানেই বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই শনিবার স্বাধীনতা দিবসের দিনে সকাল থেকেই ডুয়ার্সের মূর্তিতে ভিড় যেন উপচে পড়ল । সংগৃহীত ছবি।
3/ 5
*শিলিগুড়ি থেকে মূর্তিতে ঘুরতে আসা পর্যটক পবিত্র রায় জানালেন, "আর কতদিন ঘরে থাকা যায়! আতঙ্ক আর মনে কাজ করছে না। তাই পরিবার নিয়ে আজকে বেরিয়ে পড়েছি, তবে বাইরের খাবার আর বাইরে থাকার কোন প্রোগ্রাম আপাতত নেই। সংগৃহীত ছবি।
4/ 5
*মূর্তিতে ঘুরতে আসা পর্যটক সুস্মিতা দাস রক্ষিত জানালেন, ঘরে থাকতে আর ভাল লাগছে না তাই বেড়িয়ে পড়েছি। সংগৃহীত ছবি।
5/ 5
*এদিকে দীর্ঘদিন বাদে পর্যটকদের ভিড় হওয়ায় খুশি স্থানীয় দোকানদাররাও। দোকানদার ধীরেন রায় জানান,,দীর্ঘ ছয় মাস পর ভিড় হয়েছে। সংগৃহীত ছবি।