১০৮ জোড়া দম্পতি! ২৮ জন পুরোহিত! ছাদনাতলায় তুমুল আয়োজন, শিলিগুড়ির শালবাড়িতে হচ্ছেটা কী?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bangla News: এক ছাতার তলায় বিবাহ সম্পন্ন হল ১০৮ জোড়া দম্পতির। আজ মাতৃ দিবসে গণ বিবাহের আয়োজন করে উত্তরবঙ্গ বনবাসী কল্যান আশ্রম কমিটি।
advertisement
advertisement
আদিবাসী সম্প্রদায়ের ১০৮ জোড়া দম্পতি একসঙ্গে বসলেন ছাদনাতলায়। পুরোহিতের মন্ত্রোচারণের মধ্যে দিয়ে মিলিত হল চার হাত। বিয়ে সম্পন্ন করতে ছিলেন ২৮ জন পুরোহিত। শিলিগুড়ি ও সুকনার মাঝে শালবাড়ি বিরসা শিশুশিক্ষা কেন্দ্রে বিয়ের আসর বসেছিল। ছিল আদিবাসীদের নিজস্ব পরম্পরা, সংস্কৃতির ছোঁয়া। মাদলের তালে নাচলেন আদিবাসী মহিলারা। হইচই, হুল্লোড় লেগেই ছিল। এই গণ বিবাহকে ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ।
advertisement
advertisement
advertisement