আদিবাসী সম্প্রদায়ের ১০৮ জোড়া দম্পতি একসঙ্গে বসলেন ছাদনাতলায়। পুরোহিতের মন্ত্রোচারণের মধ্যে দিয়ে মিলিত হল চার হাত। বিয়ে সম্পন্ন করতে ছিলেন ২৮ জন পুরোহিত। শিলিগুড়ি ও সুকনার মাঝে শালবাড়ি বিরসা শিশুশিক্ষা কেন্দ্রে বিয়ের আসর বসেছিল। ছিল আদিবাসীদের নিজস্ব পরম্পরা, সংস্কৃতির ছোঁয়া। মাদলের তালে নাচলেন আদিবাসী মহিলারা। হইচই, হুল্লোড় লেগেই ছিল। এই গণ বিবাহকে ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ।
নব দম্পতিদের হাতে বিয়ের সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। বিয়ের সবরকম আয়োজনের খরচও বহন করে উদ্যোক্তারাই। কনের নতুন শাড়ি থেকে সাজগোজের সরঞ্জাম, বরের ধুতি, গেঞ্জি, গামছা বোঝাই ট্রাঙ্ক তুলে দেওয়া হয় নবদম্পতিদের হাতে। সেখানে বিছানার চাদর, মশারি সবই ছিল। দম্পতিদের কোনও অর্থই খরচ করতে দেওয়া হয় না। প্রতিবেদন : পার্থপ্রতীম সরকার