Amrit Bharat Express: ভাড়া মাত্র ৯২৫ টাকা! গতি ঘণ্টায় ১৩০ কিমি! মালদহ থেকে কত ঘণ্টায় ব্যাঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত? বাংলাকে 'নিউ ইয়ার্স গিফট' মোদির

Last Updated:
Amrit Bharat Express: মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অমৃত ভারত এক্সপ্রেসের। রাজ্যের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল মালদহ। অযোধ্যা থেকে এই ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
1/7
মালদহ: মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অমৃত ভারত এক্সপ্রেসের। রাজ্যের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল মালদহ। অযোধ্যা থেকে এই ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ কামরার এই ট্রেনে সাতটি সাধারণ কামরা। ১৩টি স্লিপার কোচ অর্থাৎ শয়নযান থাকছে।
মালদহ: মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অমৃত ভারত এক্সপ্রেসের। রাজ্যের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল মালদহ। অযোধ্যা থেকে এই ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ কামরার এই ট্রেনে সাতটি সাধারণ কামরা। ১৩টি স্লিপার কোচ অর্থাৎ শয়নযান থাকছে।
advertisement
2/7
৪২ ঘণ্টায় ট্রেনটি মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে পৌঁছবে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে। আপাতত সপ্তাহে একদিন এই পরিষেবা। পরে দিন সংখ্যা বাড়ানো হতে পারে বলে রেলের খবর। আজ উদ্বোধন হলেও আগামী ৭ জানুয়ারি থেকে এই ট্রেন নিয়মিত চলবে বুকিং চালু হতেই প্রথম দিনে সমস্ত টিকিট কার্যত শেষ।
৪২ ঘণ্টায় ট্রেনটি মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে পৌঁছবে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে। আপাতত সপ্তাহে একদিন এই পরিষেবা। পরে দিন সংখ্যা বাড়ানো হতে পারে বলে রেলের খবর। আজ উদ্বোধন হলেও আগামী ৭ জানুয়ারি থেকে এই ট্রেন নিয়মিত চলবে বুকিং চালু হতেই প্রথম দিনে সমস্ত টিকিট কার্যত শেষ।
advertisement
3/7
নয়া এই অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন। এই ট্রেনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, প্রতিটি কামরাতে সিসিটিভি ক্যামেরা, আধুনিক টয়লেট,খাবার রাখার ট্রে, পর্যাপ্ত মোবাইল চার্জারের ব্যবস্থা রয়েছে।
নয়া এই অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন। এই ট্রেনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, প্রতিটি কামরাতে সিসিটিভি ক্যামেরা, আধুনিক টয়লেট,খাবার রাখার ট্রে, পর্যাপ্ত মোবাইল চার্জারের ব্যবস্থা রয়েছে।
advertisement
4/7
এই ট্রেনে সামনে ও পেছনে দুদিকেই ইঞ্জিন থাকছে। অত্যাধুনিক কাপলার থাকায় ট্রেনে ঝাঁকুনির অনুভূতি হবে অত্যন্ত কম।এই ট্রেনে যাত্রী ভাড়াও অত্যন্ত কম। সাধারণের নাগালের মধ্যে।
এই ট্রেনে সামনে ও পেছনে দুদিকেই ইঞ্জিন থাকছে। অত্যাধুনিক কাপলার থাকায় ট্রেনে ঝাঁকুনির অনুভূতি হবে অত্যন্ত কম।এই ট্রেনে যাত্রী ভাড়াও অত্যন্ত কম। সাধারণের নাগালের মধ্যে।
advertisement
5/7
মাত্র ৯২৫ টাকায় মালদহ থেকে স্লিপার কোচে পৌঁছে যাওয়া যাবে ব্যাঙ্গালুরুতে। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় যাত্রী ভাড়া সামান্য বেশি। আর সাধারণ কামরায় ব্যাঙ্গালুরু পৌঁছনো যাবে পাঁচশো টাকার আশেপাশে।
মাত্র ৯২৫ টাকায় মালদহ থেকে স্লিপার কোচে পৌঁছে যাওয়া যাবে ব্যাঙ্গালুরুতে। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় যাত্রী ভাড়া সামান্য বেশি। আর সাধারণ কামরায় ব্যাঙ্গালুরু পৌঁছনো যাবে পাঁচশো টাকার আশেপাশে।
advertisement
6/7
চিকিৎসা, পর্যটন অথবা পড়াশোনার প্রয়োজনে মালদহ তথা রাজ্যের একাধিক জেলার যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। মালদহ থেকে রওনা হয়ে এই ট্রেন নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অণ্ডাল, খড়গপুর প্রভৃতি স্টেশন হয়ে চলবে।
চিকিৎসা, পর্যটন অথবা পড়াশোনার প্রয়োজনে মালদহ তথা রাজ্যের একাধিক জেলার যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। মালদহ থেকে রওনা হয়ে এই ট্রেন নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অণ্ডাল, খড়গপুর প্রভৃতি স্টেশন হয়ে চলবে।
advertisement
7/7
এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের দুই সংসদ কংগ্রেসের আবু হাসেম খানচৌধুরী, বিজেপির খগেন মুর্মু, মালদহে ডিআরএম বিকাশ চৌবে, ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিশিষ্টরা।
এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের দুই সংসদ কংগ্রেসের আবু হাসেম খানচৌধুরী, বিজেপির খগেন মুর্মু, মালদহে ডিআরএম বিকাশ চৌবে, ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিশিষ্টরা।
advertisement
advertisement
advertisement