Alipurduar News: ছটপুজোর পরে গঙ্গা স্নানের আয়োজন কালচিনির বাসরা ঘাটে 

Last Updated:
Alipurduar News: ছট পুজোর পর গঙ্গা স্নান পালন করা গেল কালচিনির বাসরা নদীতে। আট দিন পর এই স্নান আয়োজিত হয় কালচিনিতে।
1/5
ছট পুজোর আট দিন পর ছটব্রতীরা গঙ্গা স্নান করেন। এই নিয়মটি অত্যন্ত পুণ্য রীতি বলে মনে করা হয়। এদিন ভোরে স্থানীয় বাসরা নদীতে স্নান সারতে দেখা যায় ছটব্রতীদের।
ছট পুজোর আট দিন পর ছটব্রতীরা গঙ্গা স্নান করেন। এই নিয়মটি অত্যন্ত পুণ্য রীতি বলে মনে করা হয়। এদিন ভোরে স্থানীয় বাসরা নদীতে স্নান সারতে দেখা যায় ছটব্রতীদের।
advertisement
2/5
সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান সেরে সূর্য ওঠার অপেক্ষা করতে থাকেন ছট ব্রতীরা। সূর্য উঠলেই দেওয়া হয় অর্ঘ্য।
সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান সেরে সূর্য ওঠার অপেক্ষা করতে থাকেন ছটব্রতীরা। সূর্য উঠলেই দেওয়া হয় অর্ঘ্য।
advertisement
3/5
সূর্য দেবকে অর্ঘ্য দেওয়ার পর বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। প্রসাদ দেন তারা সকলকে।
সূর্য দেবকে অর্ঘ্য দেওয়ার পর বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। প্রসাদ দেন তারা সকলকে।
advertisement
4/5
স্নান সেরে নেওয়ার পর সূর্য অর্ঘ্য দেওয়ার আগে ঘাট পুজো করেন ব্রতীরা। ঘাটে ফুল দেওয়া হয়, জ্বালানো হয় মোমবাতি।
স্নান সেরে নেওয়ার পর সূর্য অর্ঘ্য দেওয়ার আগে ঘাট পুজো করেন ব্রতীরা। ঘাটে ফুল দেওয়া হয়, জ্বালানো হয় মোমবাতি।
advertisement
5/5
গঙ্গা স্নান নিয়ে পুরোহিত বিনোদ তিওয়ারি জানালেন,এই গঙ্গা স্থান করতেই হয় ব্রতীদের। না হলে ছট পুজো অসম্পূর্ণ মনে করা হয়। আট দিন পর সাধারণত পূর্ণিমার দিন প্রতিবছর গঙ্গা স্নানের তিথি মেলে।
গঙ্গা স্নান নিয়ে পুরোহিত বিনোদ তিওয়ারি জানালেন, " এই গঙ্গা স্থান করতেই হয় ব্রতীদের। না হলে ছট পুজো অসম্পূর্ণ মনে করা হয়। আট দিন পর সাধারণত পূর্ণিমার দিন প্রতিবছর গঙ্গা স্নানের তিথি মেলে। "
advertisement
advertisement
advertisement