Alipurduar News: ছটপুজোর পরে গঙ্গা স্নানের আয়োজন কালচিনির বাসরা ঘাটে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: ছট পুজোর পর গঙ্গা স্নান পালন করা গেল কালচিনির বাসরা নদীতে। আট দিন পর এই স্নান আয়োজিত হয় কালচিনিতে।
ছট পুজোর আট দিন পর ছটব্রতীরা গঙ্গা স্নান করেন। এই নিয়মটি অত্যন্ত পুণ্য রীতি বলে মনে করা হয়। এদিন ভোরে স্থানীয় বাসরা নদীতে স্নান সারতে দেখা যায় ছটব্রতীদের।
advertisement
সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান সেরে সূর্য ওঠার অপেক্ষা করতে থাকেন ছটব্রতীরা। সূর্য উঠলেই দেওয়া হয় অর্ঘ্য।
advertisement
সূর্য দেবকে অর্ঘ্য দেওয়ার পর বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। প্রসাদ দেন তারা সকলকে।
advertisement
স্নান সেরে নেওয়ার পর সূর্য অর্ঘ্য দেওয়ার আগে ঘাট পুজো করেন ব্রতীরা। ঘাটে ফুল দেওয়া হয়, জ্বালানো হয় মোমবাতি।
advertisement