ভ্যাকসিন, মাস্কহীন জীবন, অফিসে ফিরে যাওয়া: ২০২১-এ এর বেশি কিছু চাইছে না দেশ

Last Updated:
YouGov-এর সঙ্গে একটি সমীক্ষা পরিচালনা করেছে News18। সেই সমীক্ষায় কী তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক এক এক করে
1/17
২০২০ পেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু করোনাভাইরাসের (Coronavirus) দৌরাত্ম্য শেষ হয়নি। বরং নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে এই ভাইরাস। এ হেন পরিস্থিতিতে সম্প্রতি YouGov-এর সঙ্গে একটি সমীক্ষা পরিচালনা করেছে News18। সেই সমীক্ষায় কী তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক এক এক করে।
২০২০ পেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু করোনাভাইরাসের (Coronavirus) দৌরাত্ম্য শেষ হয়নি। বরং নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে এই ভাইরাস। এ হেন পরিস্থিতিতে সম্প্রতি YouGov-এর সঙ্গে একটি সমীক্ষা পরিচালনা করেছে News18। সেই সমীক্ষায় কী তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
2/17
বাড়ি থেকে কাজ বা কোথাও যেতে না পারার বিষয়ে ১০ জনের মধ্যে ৭ জনই (৬৯ শতাংশ) অফিসে ফিরতে চেয়েছেন। দেশের মধ্যে নানা জায়গায় ঘুরতে যাওয়া নিয়েও স্বচ্ছন্দ ৬৭ শতাংশ।
বাড়ি থেকে কাজ বা কোথাও যেতে না পারার বিষয়ে ১০ জনের মধ্যে ৭ জনই (৬৯ শতাংশ) অফিসে ফিরতে চেয়েছেন। দেশের মধ্যে নানা জায়গায় ঘুরতে যাওয়া নিয়েও স্বচ্ছন্দ ৬৭ শতাংশ।
advertisement
3/17
কত দিনের মধ্যে দেশে ভ্যাকসিন আসতে পারে? ৫২ শতাংশের মত চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে। ৩৬ শতাংশের অভিমত দেশে ভ্যাকসিন আসবে বছরের মাঝামাঝি, মে থেকে অগস্টের মধ্যে। এছাড়া দেশবাসীর ১২ শতাংশ জানিয়েছে যে ভ্যাকসিন আসতে আসতে চলতি বছর শেষের মুখে পৌঁছবে, সেপ্টেম্বর-ডিসেম্বরের আগে সম্ভাবনা নেই।
কত দিনের মধ্যে দেশে ভ্যাকসিন আসতে পারে? ৫২ শতাংশের মত চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে। ৩৬ শতাংশের অভিমত দেশে ভ্যাকসিন আসবে বছরের মাঝামাঝি, মে থেকে অগস্টের মধ্যে। এছাড়া দেশবাসীর ১২ শতাংশ জানিয়েছে যে ভ্যাকসিন আসতে আসতে চলতি বছর শেষের মুখে পৌঁছবে, সেপ্টেম্বর-ডিসেম্বরের আগে সম্ভাবনা নেই।
advertisement
4/17
ভ্যাকসিন এলেই তা নেবেন, এই মর্মে সায় দিয়েছে দেশবাসীর ৬৮ শতাংশ। ৮ শতাংশ ভ্যাকসিন নিতে চায়নি। ২৪ শতাংশ এ বিষয়ে এখনও কিছু ভেবে ওঠেনি বলে জানিয়েছে।
ভ্যাকসিন এলেই তা নেবেন, এই মর্মে সায় দিয়েছে দেশবাসীর ৬৮ শতাংশ। ৮ শতাংশ ভ্যাকসিন নিতে চায়নি। ২৪ শতাংশ এ বিষয়ে এখনও কিছু ভেবে ওঠেনি বলে জানিয়েছে।
advertisement
5/17
ভ্যাকসিন নেওয়া হোক আর না হোক, দেশের সবারই যে ফেস মাস্ক পরা, হাত ধেওয়ার বিধি মেনে চলা ভালো, সে মর্মে সায় দিয়েছে ১০ জনের মধ্যে ৬ জন (৬৪ শতাংশ)। যদিও ১৯ শতাংশের অভিমত- যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের স্বাস্থ্যবিধি পালনের দরকার নেই।
ভ্যাকসিন নেওয়া হোক আর না হোক, দেশের সবারই যে ফেস মাস্ক পরা, হাত ধেওয়ার বিধি মেনে চলা ভালো, সে মর্মে সায় দিয়েছে ১০ জনের মধ্যে ৬ জন (৬৪ শতাংশ)। যদিও ১৯ শতাংশের অভিমত- যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের স্বাস্থ্যবিধি পালনের দরকার নেই।
advertisement
6/17
৬৭ শতাংশ কোনও জমায়েতে যাওয়া বা সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে আপত্তি জানায়নি।
৬৭ শতাংশ কোনও জমায়েতে যাওয়া বা সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে আপত্তি জানায়নি।
advertisement
7/17
বাড়ি থেকে কাজ বা কোথাও যেতে না পারার বিষয়ে ১০ জনের মধ্যে ৭ জনই (৬৯ শতাংশ) অফিসে ফিরতে চেয়েছেন। দেশের মধ্যে নানা জায়গায় ঘুরতে যাওয়া নিয়েও স্বচ্ছন্দ ৬৭ শতাংশ।
বাড়ি থেকে কাজ বা কোথাও যেতে না পারার বিষয়ে ১০ জনের মধ্যে ৭ জনই (৬৯ শতাংশ) অফিসে ফিরতে চেয়েছেন। দেশের মধ্যে নানা জায়গায় ঘুরতে যাওয়া নিয়েও স্বচ্ছন্দ ৬৭ শতাংশ।
advertisement
8/17
ভিড়ে ঠাসা জায়গায় যাতায়াত নিয়ে ৫২  শতাংশের কোনও অসুবিধা নেই।
ভিড়ে ঠাসা জায়গায় যাতায়াত নিয়ে ৫২ শতাংশের কোনও অসুবিধা নেই।
advertisement
9/17
৫৪ শতাংশ প্রেক্ষাগৃহে গিয়ে চলতি বছরে সিনেমা দেখার সপক্ষে মত দিয়েছে।
৫৪ শতাংশ প্রেক্ষাগৃহে গিয়ে চলতি বছরে সিনেমা দেখার সপক্ষে মত দিয়েছে।
advertisement
10/17
৫০ শতাংশ মাঠে গিয়ে খেলা দেখতে অসুবিধা নেই বলে জানিয়েছে।
৫০ শতাংশ মাঠে গিয়ে খেলা দেখতে অসুবিধা নেই বলে জানিয়েছে।
advertisement
11/17
অনলাইনে ভাব হয়েছে এমন বন্ধুদের সঙ্গে দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ৪৭ শতাংশ।
অনলাইনে ভাব হয়েছে এমন বন্ধুদের সঙ্গে দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ৪৭ শতাংশ।
advertisement
12/17
৬৭ শতাংশ দেশের মধ্যে নানা গন্তব্যে ঘোরাঘুরিতে আপত্তি নেই বলে জানিয়েছে।
৬৭ শতাংশ দেশের মধ্যে নানা গন্তব্যে ঘোরাঘুরিতে আপত্তি নেই বলে জানিয়েছে।
advertisement
13/17
৪৯ শতাংশ আন্তর্জাতিক গন্তব্যে ঘুরতে যাওয়ার ব্যাপারে সায় দিয়েছে।
৪৯ শতাংশ আন্তর্জাতিক গন্তব্যে ঘুরতে যাওয়ার ব্যাপারে সায় দিয়েছে।
advertisement
14/17
বিয়েবাড়িতে যাওয়া নিয়ে আপত্তির কারণ খুঁজে পায়নি ৫৭ শতাংশ।
বিয়েবাড়িতে যাওয়া নিয়ে আপত্তির কারণ খুঁজে পায়নি ৫৭ শতাংশ।
advertisement
15/17
সমস্ত কর্মীর ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে অফিসে গিয়ে কাজ করতে অসুবিধা নেই, জানিয়েছে ৩০ শতাংশ।
সমস্ত কর্মীর ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে অফিসে গিয়ে কাজ করতে অসুবিধা নেই, জানিয়েছে ৩০ শতাংশ।
advertisement
advertisement
advertisement