Gold Price Today: হুড়মুড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, কোথায় গিয়ে থামবে ?

Last Updated:
Latest Gold Price: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং সুদের হার কমার জল্পনায় হু হু করে বাড়ছে সোনার দাম। জানুন কেন এই উত্থান এবং ভবিষ্যতে কোথায় গিয়ে থামতে পারে সোনার দর।
1/8
গত কয়েক মাস ধরেই সোনার দামে একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কখনও আন্তর্জাতিক বাজারে, কখনও আবার দেশের বাজারে—প্রায় প্রতিদিনই সোনার দর নিয়ে আলোচনার ঝড় উঠছে। সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে গৃহিণী, সবাই একটাই প্রশ্ন করছেন—এই লাগাতার উত্থান কোথায় গিয়ে থামবে?
গত কয়েক মাস ধরেই সোনার দামে একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কখনও আন্তর্জাতিক বাজারে, কখনও আবার দেশের বাজারে—প্রায় প্রতিদিনই সোনার দর নিয়ে আলোচনার ঝড় উঠছে। সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে গৃহিণী, সবাই একটাই প্রশ্ন করছেন—এই লাগাতার উত্থান কোথায় গিয়ে থামবে?
advertisement
2/8
কেন হঠাৎ এত বাড়ছে সোনার দাম?সোনার দামের ঊর্ধ্বগতির পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন ফেড রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত। যখন সুদের হার কমার সম্ভাবনা বাড়ে, তখন ডলার দুর্বল হয় এবং সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়ে।
কেন হঠাৎ এত বাড়ছে সোনার দাম?সোনার দামের ঊর্ধ্বগতির পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন ফেড রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত। যখন সুদের হার কমার সম্ভাবনা বাড়ে, তখন ডলার দুর্বল হয় এবং সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়ে।
advertisement
3/8
দ্বিতীয়ত, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা। যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনাকে ‘সেফ হেভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তাই ঝুঁকি বাড়লেই সোনার চাহিদা বেড়ে যায়।
দ্বিতীয়ত, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা। যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনাকে ‘সেফ হেভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তাই ঝুঁকি বাড়লেই সোনার চাহিদা বেড়ে যায়।
advertisement
4/8
তৃতীয় কারণ হল মুদ্রাস্ফীতি। যখন নিত্যপণ্যের দাম বাড়ে এবং টাকার ক্রয়ক্ষমতা কমতে থাকে, তখন বিনিয়োগকারীরা এমন সম্পদের দিকে ঝোঁকেন যা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখতে পারে। সোনা সেই দিক থেকে অন্যতম ভরসার নাম।
তৃতীয় কারণ হল মুদ্রাস্ফীতি। যখন নিত্যপণ্যের দাম বাড়ে এবং টাকার ক্রয়ক্ষমতা কমতে থাকে, তখন বিনিয়োগকারীরা এমন সম্পদের দিকে ঝোঁকেন যা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখতে পারে। সোনা সেই দিক থেকে অন্যতম ভরসার নাম।
advertisement
5/8
দেশের বাজারে প্রভাব-আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে ভারতের বাজারেও সোনার দাম দ্রুত বাড়ছে। ডলার-রুপির বিনিময় হার, আমদানি শুল্ক এবং অভ্যন্তরীণ চাহিদা—সব মিলিয়ে দেশে সোনার দাম আরও চড়া হচ্ছে। বিয়ের মরসুম বা উৎসব এলেই চাহিদা বাড়ে, আর তার প্রভাব পড়ে দামের ওপর।
দেশের বাজারে প্রভাব-আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে ভারতের বাজারেও সোনার দাম দ্রুত বাড়ছে। ডলার-রুপির বিনিময় হার, আমদানি শুল্ক এবং অভ্যন্তরীণ চাহিদা—সব মিলিয়ে দেশে সোনার দাম আরও চড়া হচ্ছে। বিয়ের মরসুম বা উৎসব এলেই চাহিদা বাড়ে, আর তার প্রভাব পড়ে দামের ওপর।
advertisement
6/8
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?যারা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চাইছেন, তাঁদের উচিত হুড়োহুড়ি না করে ধাপে ধাপে বিনিয়োগ করা। গোল্ড ETF, ডিজিটাল গোল্ড বা সোভরেন গোল্ড বন্ডের মতো বিকল্পগুলিও বিবেচনায় রাখা যেতে পারে। আর যাঁরা গয়নার জন্য কিনছেন, তাঁদের ক্ষেত্রে দরপতনের অপেক্ষা করাই বুদ্ধিমানের।
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?যারা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চাইছেন, তাঁদের উচিত হুড়োহুড়ি না করে ধাপে ধাপে বিনিয়োগ করা। গোল্ড ETF, ডিজিটাল গোল্ড বা সোভরেন গোল্ড বন্ডের মতো বিকল্পগুলিও বিবেচনায় রাখা যেতে পারে। আর যাঁরা গয়নার জন্য কিনছেন, তাঁদের ক্ষেত্রে দরপতনের অপেক্ষা করাই বুদ্ধিমানের।
advertisement
7/8
আজ সোনার দাম কত হল ? সোমবার ১৫ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২৫৯৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৩৪০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৯১৮২৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? সোমবার ১৫ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২৫৯৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৩৪০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৯১৮২৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
8/8
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement