Flight Cancel: ঘন কুয়াশা, কমছে দৃশ্যমানতা! দিল্লি বিমানবন্দরে ৪০টি 'ফ্লাইট' বাতিল, দেরিতে চলছে একাধিক বিমান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। সোমবার সকাল ৭টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে।
নয়াদিল্লি: ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে দিল্লি ও আশপাশের এলাকা। বিমান ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৬। আইএমডি দিল্লির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। দিল্লি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। দেরিতে চলছে ৩০০-র ও বেশি বিমান।
advertisement
advertisement
দিল্লি বিমানবন্দর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ইন্ডিগো জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কিছু ফ্লাইট আগাম বাতিল করা হতে পারে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু বিমান নয়, রেল চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কম দৃশ্যমানতার কারণে একাধিক ট্রেন দেরিতে চলছে। সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান সূচক ছিল ৪৫০-এর উপরে। সোমবার সকাল ৬টায় রাজধানী দিল্লিতে বাতাসের গুণমানের গড় ছিল ৪৫৬।
advertisement
ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। সোমবার সকাল ৭টায় দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে বিমান চলাচলে দেরি হচ্ছে। বিমানবন্দর ইতিমধ্যে যাত্রীদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে পরিষেবায় দেরি হতে পারে বা বিঘ্ন ঘটতে পারে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 12:46 PM IST










