Lionel Messi Event Update: শতদ্রুর পর এবার যুবভারতী ভাঙচুরেও কড়া পুলিশ, গ্রেফতার ৫! চলছে বাকিদের শনাক্তকরণ

Last Updated:

মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনাতেও কড়া পুলিশ !
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনাতেও কড়া পুলিশ !
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার ঘটনায় আগেই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে শুরু করল বিধাননগর পুলিশ কমিশনারেট৷ এ দিনই নাগেরবাজার এলাকা থেকে স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়৷
সব মিলিয়ে স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্ত আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ফলে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে৷
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷
advertisement
গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ মেসিকে ঠিক মতো দেখা যায়নি, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক৷ গ্যালারিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ৷ চরম অব্যবস্থার মধ্যে মাঝপথেই অনুষ্ঠান থামিয়ে মাঠ ছাড়েন মেসি এবং তাঁর সতীর্থরা৷ এর পরেই ক্ষুব্ধ মেসি ভক্তদের একাংশ গ্যালারিতে তাণ্ডব চালায়৷ শুরু হয়ে চেয়ার ভাঙচুর৷ কার্পেট, ফুলের টবও লুঠ হয়৷ ছিঁড়ে দেওয়া হয় গোলপোস্টের জালও৷
advertisement
ঘটনার দিনই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ৷ এবার স্টেডিয়াম ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হল৷ নাগেরবাজার এলাকা থেকে যে দু জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম শুভ্রপ্রতীম দে এবং গৌরব বসু৷ ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করেছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস নামে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
গতকালই শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ এ দিন বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে জেরা শুরু করেছেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার, বিধাননগরে পুলিশের এসিপি ঈশান সিনহা, বিধাননগর দক্ষিণ থানার আইসি৷ পাশাপাশি মেসির অনুষ্ঠানের আয়োজনের বিভিন্ন দায়িত্বে থাকা শতদ্রুর সংস্থার কর্মী সহ আরও অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Event Update: শতদ্রুর পর এবার যুবভারতী ভাঙচুরেও কড়া পুলিশ, গ্রেফতার ৫! চলছে বাকিদের শনাক্তকরণ
Next Article
advertisement
Lionel Messi Event Update: শতদ্রুর পর এবার যুবভারতী ভাঙচুরেও কড়া পুলিশ, গ্রেফতার ৫! চলছে বাকিদের শনাক্তকরণ
শতদ্রুর পর এবার যুবভারতী ভাঙচুরেও কড়া পুলিশ, গ্রেফতার ৫! চলছে বাকিদের শনাক্তকরণ
  • যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে তাণ্ডব৷

  • ভাঙচুরের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ৷

  • চলছে বাকিদের শনাক্তকরণের কাজ৷

VIEW MORE
advertisement
advertisement