Yearender2018: দশেরার রাতে ট্রেনের চাকায় পিষেছিল ৬১ প্রাণ

Last Updated:
ভিডিয়োয় দেখা যায়, গতিতে ছুটলেও, ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য।
1/6
দশেরার সেই ভয়াবহ রাত ভুলবে না অমৃতসর-সহ গোটা দেশ৷ রাবণবধের রাতে হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে কাটা পড়ে বেঘোরে চলে যায় ৬১টি প্রাণ৷ ১০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন৷ দেশের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম অমৃতসর৷
দশেরার সেই ভয়াবহ রাত ভুলবে না অমৃতসর-সহ গোটা দেশ৷ রাবণবধের রাতে হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে কাটা পড়ে বেঘোরে চলে যায় ৬১টি প্রাণ৷ ১০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন৷ দেশের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম অমৃতসর৷
advertisement
2/6
২০১৮ সালের ১৯ অক্টোবর দশেরা পালন করতে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ৷ রেললাইন সংলগ্ন এলাকাতেই চলছি রাবণ বধ৷ ভিড়ে বহু মানুষ চলে আসেন রেললাইনে৷ সেই সময়ই হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ঢুকে পড়ে ওই লাইনে৷ মুহূর্তে পিষে দেয় ৬১টি জনকে৷
২০১৮ সালের ১৯ অক্টোবর দশেরা পালন করতে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ৷ রেললাইন সংলগ্ন এলাকাতেই চলছি রাবণ বধ৷ ভিড়ে বহু মানুষ চলে আসেন রেললাইনে৷ সেই সময়ই হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ঢুকে পড়ে ওই লাইনে৷ মুহূর্তে পিষে দেয় ৬১টি জনকে৷
advertisement
3/6
ভিডিয়োয় দেখা যায়, গতিতে ছুটলেও, ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য।
ভিডিয়োয় দেখা যায়, গতিতে ছুটলেও, ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য।
advertisement
4/6
ট্যুইট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লেখেন, ‘দশেরার মত পবিত্র দিনে এহেন ট্রেন দুর্ঘটনায় আমি বিস্মিত ৷ সরকারি এবং বেসরকারি হাসপাতাল খোলা রয়েছে ২৪ ঘণ্টা ৷ আহতদের যথাযথ চিকিৎসা হবে ৷ দ্রুত উদ্ধারকাজ হচ্ছে ৷ জেলা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছি ৷ তিনিও তদারকি করবেন গোটা বিষয়টি ৷’
ট্যুইট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লেখেন, ‘দশেরার মত পবিত্র দিনে এহেন ট্রেন দুর্ঘটনায় আমি বিস্মিত ৷ সরকারি এবং বেসরকারি হাসপাতাল খোলা রয়েছে ২৪ ঘণ্টা ৷ আহতদের যথাযথ চিকিৎসা হবে ৷ দ্রুত উদ্ধারকাজ হচ্ছে ৷ জেলা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছি ৷ তিনিও তদারকি করবেন গোটা বিষয়টি ৷’
advertisement
5/6
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমারজেন্সি ব্রেক লাগানোর পরও ট্রেন থামেনি ৷ এবং ততক্ষণে বেশ কয়েকজন ট্রেনের তলায় চলে আসে ৷ ট্রেন যখন প্রায় থেমে আসছে তখন বিপুল সংখ্যায় মানুষ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ৷ ট্রেনের যাত্রীদের সুরক্ষার জন্য তখন ট্রেনের গতি বাড়িয়ে সেখান থেকে ট্রেন এগিয়ে চলে ৷
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমারজেন্সি ব্রেক লাগানোর পরও ট্রেন থামেনি ৷ এবং ততক্ষণে বেশ কয়েকজন ট্রেনের তলায় চলে আসে ৷ ট্রেন যখন প্রায় থেমে আসছে তখন বিপুল সংখ্যায় মানুষ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ৷ ট্রেনের যাত্রীদের সুরক্ষার জন্য তখন ট্রেনের গতি বাড়িয়ে সেখান থেকে ট্রেন এগিয়ে চলে ৷
advertisement
6/6
রেলের তরফেও ড্রাইভারের গাফিলতি অস্বীকার করা হয়৷ ওই ট্রেনের চালক জানান, তিনি সবুজ সিগনাল দেখেই ট্রেন চালিয়েছিলেন৷  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
রেলের তরফেও ড্রাইভারের গাফিলতি অস্বীকার করা হয়৷ ওই ট্রেনের চালক জানান, তিনি সবুজ সিগনাল দেখেই ট্রেন চালিয়েছিলেন৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
advertisement
advertisement
advertisement