Holi Celebration 2023: শ্মশানেই চুটিয়ে খেলা হয় হোলি, রঙের বদলে থাকে চিতাভস্ম, কোথায় জানেন কি...

Last Updated:
রঙ্গবাড়ি একাদশীর দিন অনুষ্ঠিত এই হোলিতে ১০ কুইন্টালেরও বেশি ছাই পোড়ানো হয়। আয়োজকেরা জানান, এবারে ৮ কুইন্টাল চিতাভস্ম ছাড়াও ৫০ কেজি গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে এই হোলি খেলায়।
1/6
শ্মশান। শব্দটাকে যেন জড়িয়ে রয়েছে ভয়, বিষাদ, দুঃখ, ব্যথা। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর বেদনা। এমন জায়গায় কি কোনও দিন হোলির মতো আনন্দ উ‍ৎসব পালন করা সম্ভব?
শ্মশান। শব্দটাকে যেন জড়িয়ে রয়েছে ভয়, বিষাদ, দুঃখ, ব্যথা। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর বেদনা। এমন জায়গায় কি কোনও দিন হোলির মতো আনন্দ উ‍ৎসব পালন করা সম্ভব?
advertisement
2/6
উত্তরটা যে হ্যাঁ, তা বলাই বাহুল্য। কারণ, সত্যি সত্যিই ভারতে এমন শ্মশান রয়েছে যেখানে ধুমধাম করে পালিত হয় হোলির আনন্দ উৎসব।
উত্তরটা যে হ্যাঁ, তা বলাই বাহুল্য। কারণ, সত্যি সত্যিই ভারতে এমন শ্মশান রয়েছে যেখানে ধুমধাম করে পালিত হয় হোলির আনন্দ উৎসব।
advertisement
3/6
কিন্তু, শুধু রং দিয়ে নয়। এই হোলি খেলার জন্য ব্যবহার করা হয় মানুষের চিতাভস্মও।
কিন্তু, শুধু রং দিয়ে নয়। এই হোলি খেলার জন্য ব্যবহার করা হয় মানুষের চিতাভস্মও।
advertisement
4/6
শ্মশানের জ্বলন্ত চিতার মাঝে হোলি খেলেন আউগড় ও আঘোরি সন্ন্যাসীরা। তবে শুধু তাঁরাই নন। এই হোলি একবারের জন্য চাক্ষুষ করতে দেশ বিদেশ থেকে আসেন পর্যটকেরাও।
শ্মশানের জ্বলন্ত চিতার মাঝে হোলি খেলেন আউগড় ও আঘোরি সন্ন্যাসীরা। তবে শুধু তাঁরাই নন। এই হোলি একবারের জন্য চাক্ষুষ করতে দেশ বিদেশ থেকে আসেন পর্যটকেরাও।
advertisement
5/6
রঙ্গবাড়ি একাদশীর দিন অনুষ্ঠিত এই হোলিতে ১০ কুইন্টালেরও বেশি ছাই পোড়ানো হয়। আয়োজকেরা জানান, এবারে ৮ কুইন্টাল চিতাভস্ম ছাড়াও ৫০ কেজি গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে এই হোলি খেলায়। হোলি খেলার আগে মহাদেবকে নিয়ে বেরিয়েছে শোভাযাত্রা।
রঙ্গবাড়ি একাদশীর দিন অনুষ্ঠিত এই হোলিতে ১০ কুইন্টালেরও বেশি ছাই পোড়ানো হয়। আয়োজকেরা জানান, এবারে ৮ কুইন্টাল চিতাভস্ম ছাড়াও ৫০ কেজি গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে এই হোলি খেলায়। হোলি খেলার আগে মহাদেবকে নিয়ে বেরিয়েছে শোভাযাত্রা।
advertisement
6/6
রঙ্গবাড়ি একাদশীর দিন বেনারসের মহাকর্ণিকা ঘাটে এই হোলির অনুষ্ঠান উদযাপিত হয়। আগে শুধু মণিকর্ণিতাতেই এই হোলি খেলা হত। এখন হরিশ্চন্দ্র ঘাটেও হয় খেলা
রঙ্গবাড়ি একাদশীর দিন বেনারসের মহাকর্ণিকা ঘাটে এই হোলির অনুষ্ঠান উদযাপিত হয়। আগে শুধু মণিকর্ণিতাতেই এই হোলি খেলা হত। এখন হরিশ্চন্দ্র ঘাটেও হয় খেলা
advertisement
advertisement
advertisement