How To Buy Rs. 125 Coin: ১২৫ টাকার কয়েন! কীভাবে কিনতে পারবেন এই বিশেষ মুদ্রা, জেনে নিন

Last Updated:
where to buy rs 125 coin: কীভাবে কিনবেন ১২৫ টাকার এই বিশেষ মুদ্রা! বুধবরাই এই কয়েন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
1/5
 ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদানন্ত স্বামী প্রভুপাদের জন্মবর্ষ উপলক্ষে বুধবারই একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২৫ টাকার সেই কয়েন আক্ষরিক অর্থেই বিশেষ মুদ্রা। তবে সেই মুদ্রা আপনিও চাইলে কিনতে পারবেন।
ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদানন্ত স্বামী প্রভুপাদের জন্মবর্ষ উপলক্ষে বুধবারই একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২৫ টাকার সেই কয়েন আক্ষরিক অর্থেই বিশেষ মুদ্রা। তবে সেই মুদ্রা আপনিও চাইলে কিনতে পারবেন।
advertisement
2/5
হরেকৃষ্ণ মুভমেন্টের প্রবর্তক ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ১২৫ টাকার কয়েন প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
হরেকৃষ্ণ মুভমেন্টের প্রবর্তক ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ১২৫ টাকার কয়েন প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
advertisement
3/5
 ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদ। তাঁর আসল নাম ছিল অভয় চরণ দে। প্রথম জীবনে তিনি ওষুধের ব্যবসা করতেন। তার পর ১৯৫৯ সালে কৃষ্ণমহিমা প্রচারের উদ্দেশে তিনি দেশ ছাড়েন। এর পরই নিউ ইয়র্কে গিয়ে ইস্কন সেন্টার প্রতিষ্ঠা করেন।
১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদ। তাঁর আসল নাম ছিল অভয় চরণ দে। প্রথম জীবনে তিনি ওষুধের ব্যবসা করতেন। তার পর ১৯৫৯ সালে কৃষ্ণমহিমা প্রচারের উদ্দেশে তিনি দেশ ছাড়েন। এর পরই নিউ ইয়র্কে গিয়ে ইস্কন সেন্টার প্রতিষ্ঠা করেন।
advertisement
4/5
এর আগেও ১২৫ টাকার কয়েন প্রকাশ পেয়েছে। চলতি বছরের শুরুর দিকেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণেও ১২৫ টাকার কয়েন প্রকাশ করেছিল সরকার। মহাপুরুষদের সম্মান ও স্মৃতি রক্ষায় এই কয়েন প্রকাশ করে সরকার। তবে বহু মানুষ এই কয়েন নিজেদের সংগ্রহেও রাখতে চান। স্মৃতি হিসাবে।
এর আগেও ১২৫ টাকার কয়েন প্রকাশ পেয়েছে। চলতি বছরের শুরুর দিকেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণেও ১২৫ টাকার কয়েন প্রকাশ করেছিল সরকার। মহাপুরুষদের সম্মান ও স্মৃতি রক্ষায় এই কয়েন প্রকাশ করে সরকার। তবে বহু মানুষ এই কয়েন নিজেদের সংগ্রহেও রাখতে চান। স্মৃতি হিসাবে।
advertisement
5/5
এই বিশেষ মুদ্রা হাতে পেতে হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নির্ধারিত মূল্য চোকাতে হবে। https:// www. spmcil. com/Interface/Home.aspx -এই ওয়েবসাইট থেকেই প্রথমে বুকিং করতে হবে মুদ্রা। অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারবেন।
এই বিশেষ মুদ্রা হাতে পেতে হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নির্ধারিত মূল্য চোকাতে হবে। https:// www. spmcil. com/Interface/Home.aspx -এই ওয়েবসাইট থেকেই প্রথমে বুকিং করতে হবে মুদ্রা। অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারবেন।
advertisement
advertisement
advertisement