ঝমঝমিয়ে বৃষ্টি, তুমুল বজ্রপাত! বর্ষা কি এসে গেল? দেখুন ২১ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস!
- Published by:Tias Banerjee
Last Updated:
Weekly Weather update till 21 June: ১৭ থেকে ২১ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সতর্কতা, সতর্ক করল হাওয়া অফিস। জোর কদমে বর্ষা তার উপস্থিতি জানান দিচ্ছে। ইতিমধ্যেই অনেক জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়েছে, জেনে নিন সাপ্তাহিক আবহাওয়ার আপডেট (IMD)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আজ ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
আজ-কালের (বুধবার) মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। ওড়িশার কিছু অংশে এর অগ্রগতি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাতের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
