সুখবর! এই সমস্ত ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট শীঘ্রই হয়ে যাবে কনফার্ম

Last Updated:
খুব শীঘ্রই শুরু হত চলেছে উৎসবের মরশুম ৷ সেই দিকে বিশেষ নজর রেখে যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল ৷
1/4
খুব শীঘ্রই শুরু হত চলেছে উৎসবের মরশুম ৷ সেই দিকে বিশেষ নজর রেখে যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল ৷ ভিড়ের কথা মাথায় রেখে ছ’টি ট্রেনে এক্সট্রা কামরা যোগ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্রেনগুলি গোরখপুর থেকে চলবে ৷ এই ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট বেশ লম্বা হয় ৷ তবে এক্সট্রা কামরা যুক্ত করায় ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম হয়ে যাবে ৷ সাধারণত বড় কোনও উৎসবের আগে রেলের তরফে এরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ৷
খুব শীঘ্রই শুরু হত চলেছে উৎসবের মরশুম ৷ সেই দিকে বিশেষ নজর রেখে যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল ৷ ভিড়ের কথা মাথায় রেখে ছ’টি ট্রেনে এক্সট্রা কামরা যোগ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্রেনগুলি গোরখপুর থেকে চলবে ৷ এই ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট বেশ লম্বা হয় ৷ তবে এক্সট্রা কামরা যুক্ত করায় ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম হয়ে যাবে ৷ সাধারণত বড় কোনও উৎসবের আগে রেলের তরফে এরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ৷
advertisement
2/4
দেখে নিন কোনও ৬টি ট্রেনে বাড়তি কামরা যুক্ত করা হবে ৷ ১) ট্রেন নম্বর  15048 কলকাতা- গোরখপুর পূর্বাচল এক্সপ্রেসে ২৮ আগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কামরা যুক্ত করা হবে ৷
দেখে নিন কোনও ৬টি ট্রেনে বাড়তি কামরা যুক্ত করা হবে ৷ ১) ট্রেন নম্বর 15048 কলকাতা- গোরখপুর পূর্বাচল এক্সপ্রেসে ২৮ আগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কামরা যুক্ত করা হবে ৷
advertisement
3/4
 ২) ট্রেন নম্বর 15048 গোরখপুর-কলকাতা পূর্বাচল এক্সপ্রেসে ২৭ অগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কামরা যুক্ত করা হবে ৷ ৩) ট্রেন নম্বর 15068 বান্দ্রা টার্মিনাস গোরখপুর এক্সপ্রেসে ৩০ অগাস্ট ২০১৯ থেকে বান্দ্রা চার্মিনাস থেকে স্লিপার ক্লাসে একটি অতিরিক্ত কোচ যোগ করা হবে ৷
২) ট্রেন নম্বর 15048 গোরখপুর-কলকাতা পূর্বাচল এক্সপ্রেসে ২৭ অগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কামরা যুক্ত করা হবে ৷ ৩) ট্রেন নম্বর 15068 বান্দ্রা টার্মিনাস গোরখপুর এক্সপ্রেসে ৩০ অগাস্ট ২০১৯ থেকে বান্দ্রা চার্মিনাস থেকে স্লিপার ক্লাসে একটি অতিরিক্ত কোচ যোগ করা হবে ৷
advertisement
4/4
 ৪) ট্রেন নম্বর 15067 গোরখপুর -বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেসে ২৮ অগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কোচ যোগ করা হবে ৷ ৫) ট্রেন নম্বর 15017  ও ট্রেন নম্বর 15018 দুটি ট্রেনেই একটি করে বাড়তি কোচ স্লিপার ক্লাসে যুক্ত করা হবে ৷
৪) ট্রেন নম্বর 15067 গোরখপুর -বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেসে ২৮ অগাস্ট ২০১৯ থেকে গোরখপুর থেকে স্লিপার ক্লাসে একটি বাড়তি কোচ যোগ করা হবে ৷ ৫) ট্রেন নম্বর 15017 ও ট্রেন নম্বর 15018 দুটি ট্রেনেই একটি করে বাড়তি কোচ স্লিপার ক্লাসে যুক্ত করা হবে ৷
advertisement
advertisement
advertisement