Viral News Bank: 'আপনার কথায় বিশ্বাস করে টাকা দিয়েছিলাম', ব্যাঙ্কে ঢুকেই চিৎকার-কান্না গ্রাহকের! মুহূর্তে উধাও ৮৮ লাখ, কী হবে এবার?

Last Updated:
Viral News Bank: জনগণ কার কথায় বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখবেন বলুন তো? ১-২-৩ করে করে একেবারে ৮৮ লক্ষ টাকা নিমেষে উধাও। বেসরকারি ব্যাঙ্কে যা কাণ্ড, জানলে শিউরে উঠবেন।
1/8
দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা। ১-২-৩ করে করে একেবারে ৮৮ লক্ষ টাকা নিমেষে উধাও। বেসরকারি ব্যাঙ্কে যা কাণ্ড, জানলে শিউরে উঠবেন। কাকে বিশ্বাস করবেন? (Image Courtesy AI)
দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা। ১-২-৩ করে করে একেবারে ৮৮ লক্ষ টাকা নিমেষে উধাও। বেসরকারি ব্যাঙ্কে যা কাণ্ড, জানলে শিউরে উঠবেন। কাকে বিশ্বাস করবেন? (Image Courtesy AI)
advertisement
2/8
জনগণ কার কথায় বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখবেন বলুন তো? (Image Courtesy AI)
জনগণ কার কথায় বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা রাখবেন বলুন তো? (Image Courtesy AI)
advertisement
3/8
সম্বলপুরের সাইবার শাখার পুলিশ গত শুক্রবার ভুবনেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেফতার করেছে। অভিযোগ, প্রতারণা করে ৮৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। (Image Courtesy AI)
সম্বলপুরের সাইবার শাখার পুলিশ গত শুক্রবার ভুবনেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেফতার করেছে। অভিযোগ, প্রতারণা করে ৮৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। (Image Courtesy AI)
advertisement
4/8
অভিযুক্তের নাম সুধাংশু শেখর সুবুধি, ৩১ বছর বয়স। তিনি খুরদা জেলার টাঙ্গি এলাকার বাসিন্দা। বেসরকারি ব্যাঙ্কে গ্রাহকদের আর্থিক পরামর্শ দেওয়ার ছিল।  (Image Courtesy AI)
অভিযুক্তের নাম সুধাংশু শেখর সুবুধি, ৩১ বছর বয়স। তিনি খুরদা জেলার টাঙ্গি এলাকার বাসিন্দা। বেসরকারি ব্যাঙ্কে গ্রাহকদের আর্থিক পরামর্শ দেওয়ার ছিল। (Image Courtesy AI)
advertisement
5/8
তার বদলে তিনি নিজেই টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করে এই ঘটনার গভীরে যেতে চায়। (Image Courtesy AI)
তার বদলে তিনি নিজেই টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করে এই ঘটনার গভীরে যেতে চায়। (Image Courtesy AI)
advertisement
6/8
সুধাংশুর বাড়ি থেকে ৯টি এটিএম কার্ড, ৩টে ব্যাঙ্কের পাসবুক, ২টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। (Image Courtesy AI)
সুধাংশুর বাড়ি থেকে ৯টি এটিএম কার্ড, ৩টে ব্যাঙ্কের পাসবুক, ২টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। (Image Courtesy AI)
advertisement
7/8
পুলিশের অনুমান, টাকা হাতানোর জন্য এগুলি ব্যবহার করতেন তিনি। গত ৩১ জুলাই ৫৬ বছরের এক গ্রাহক বিনিয়োগের প্ল্যাটফর্মে ৮৮ লক্ষ টাকা খোয়ানোর পর ঘটনা জানাজানি হয়। (Image Courtesy AI)
পুলিশের অনুমান, টাকা হাতানোর জন্য এগুলি ব্যবহার করতেন তিনি। গত ৩১ জুলাই ৫৬ বছরের এক গ্রাহক বিনিয়োগের প্ল্যাটফর্মে ৮৮ লক্ষ টাকা খোয়ানোর পর ঘটনা জানাজানি হয়। (Image Courtesy AI)
advertisement
8/8
অভিযোগকারী জানান, সুধাংশুর কথাতেই ওই বিনিয়োগ প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন তিনি। স্বয়ংক্রিয় ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে লিঙ্ক গিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। (Image Courtesy AI)
অভিযোগকারী জানান, সুধাংশুর কথাতেই ওই বিনিয়োগ প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন তিনি। স্বয়ংক্রিয় ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে লিঙ্ক গিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। (Image Courtesy AI)
advertisement
advertisement
advertisement