চারটি এসি, এক ডজন পাখা! মাত্র ৪৫০ টাকা বিদ্যুতের বিল দিত কানপুরের ডন বিকাশ

Last Updated:
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের এসডিও-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে নেন, বিকাশ দুবের বাড়িতে এক কিলোওয়াটেরই বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল৷
1/6
কানপুরের ডন হিসেবে পরিচিত ছিল সে৷ ফলে বিদ্যুৎ দফতরও তার ভয়ে কাঁপত৷ সেই ভয় এতটাই ছিল যে বিকাশ দুবের বাড়িতে মিটার লাগাতেও ভয় পেত সরকারি আধিকারিকরা৷
কানপুরের ডন হিসেবে পরিচিত ছিল সে৷ ফলে বিদ্যুৎ দফতরও তার ভয়ে কাঁপত৷ সেই ভয় এতটাই ছিল যে বিকাশ দুবের বাড়িতে মিটার লাগাতেও ভয় পেত সরকারি আধিকারিকরা৷
advertisement
2/6
জানা গিয়েছে, বিকাশ দুবের কেল্লার মতো বাড়িতে মাত্র এক কিলো ওয়াটের বিদ্যুৎ সংযোগ ছিল৷ অথচ তার বাড়িতে বৈদ্যুতিন সরঞ্জামের কোনও অভাব ছিল না৷
জানা গিয়েছে, বিকাশ দুবের কেল্লার মতো বাড়িতে মাত্র এক কিলো ওয়াটের বিদ্যুৎ সংযোগ ছিল৷ অথচ তার বাড়িতে বৈদ্যুতিন সরঞ্জামের কোনও অভাব ছিল না৷
advertisement
3/6
বিকাশ দুবের বাড়িতে চারটি এসি, এক ডজন ফ্যান, দু'টি ফ্রিজ, ২৫ থেকে ৩০টি লাইট, ২০টি সিসিটিভি, ওয়াশিং মেশিন, সাবমার্সিবেল পাম্প- এসবই চলত৷ কিন্তু মাসের শেষে বিকাশ দুবে বিল দিতেন মাত্র ৪৫০ টাকার মতো৷
বিকাশ দুবের বাড়িতে চারটি এসি, এক ডজন ফ্যান, দু'টি ফ্রিজ, ২৫ থেকে ৩০টি লাইট, ২০টি সিসিটিভি, ওয়াশিং মেশিন, সাবমার্সিবেল পাম্প- এসবই চলত৷ কিন্তু মাসের শেষে বিকাশ দুবে বিল দিতেন মাত্র ৪৫০ টাকার মতো৷
advertisement
4/6
বিকাশ দুবে একেবারেই গরম সহ্য করতে পারত না৷ সেই কারণে তার বাথরুমেও নাকি পাখা লাগানো ছিল৷ প্রায় সারাক্ষণই চারটি এসি চলত তার বাড়িতে৷
বিকাশ দুবে একেবারেই গরম সহ্য করতে পারত না৷ সেই কারণে তার বাথরুমেও নাকি পাখা লাগানো ছিল৷ প্রায় সারাক্ষণই চারটি এসি চলত তার বাড়িতে৷
advertisement
5/6
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের এসডিও-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে নেন, বিকাশ দুবের বাড়িতে এক কিলোওয়াটেরই বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল৷ বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করলেও কেন লোড বাড়ানো হয়নি, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই আধিকারিক৷ Photo- News 18 creative
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের এসডিও-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে নেন, বিকাশ দুবের বাড়িতে এক কিলোওয়াটেরই বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল৷ বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করলেও কেন লোড বাড়ানো হয়নি, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই আধিকারিক৷ Photo- News 18 creative
advertisement
6/6
কানপুরের ডন বিকাশ দুবেকে ধরতে গিয়ে তার অনুগামীদের হামলায় আট পুলিশকর্মীর মৃত্যু হয়৷ পলাতক বিকাশ দুবেকে মধ্যপ্রদেশে গ্রেফতার করা হয়৷ এর পর কানপুর নিয়ে আসার পথে গত ১০ জুলাই পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করলে উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় তার৷
কানপুরের ডন বিকাশ দুবেকে ধরতে গিয়ে তার অনুগামীদের হামলায় আট পুলিশকর্মীর মৃত্যু হয়৷ পলাতক বিকাশ দুবেকে মধ্যপ্রদেশে গ্রেফতার করা হয়৷ এর পর কানপুর নিয়ে আসার পথে গত ১০ জুলাই পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করলে উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় তার৷
advertisement
advertisement
advertisement