অসুস্থ ছেলে, অবসাদে হাসপাতালের ৫ তলার জানলা থেকে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে মারলেন মা!

Last Updated:
তিন মাসের শিশুপুত্র অসুস্থ ৷ অবসাদগ্রস্থ মা হাসপাতালের ৫ তলার জানলা থেকে ছুঁড়ে ফেললেন নীচে ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুটির ৷
1/7
• তিন মাসের শিশুপুত্র অসুস্থ ৷ অবসাদগ্রস্থ মা হাসপাতালের ৫ তলার জানলা থেকে ছুঁড়ে ফেললেন নীচে ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুটির ৷ প্রতীকী চিত্র ৷
• তিন মাসের শিশুপুত্র অসুস্থ ৷ অবসাদগ্রস্থ মা হাসপাতালের ৫ তলার জানলা থেকে ছুঁড়ে ফেললেন নীচে ৷ সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুটির ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/7
• তিন তিন বার নষ্ট হয়ে গিয়েছিল গর্ভের ভ্রূণ ৷ চতুর্থবারের চেষ্টার পর সফল হয়েছিলেন লখনউয়ের কৌশাম্বি এলাকার বাসিন্দা শান্তি ৷ প্রতীকী চিত্র ৷
• তিন তিন বার নষ্ট হয়ে গিয়েছিল গর্ভের ভ্রূণ ৷ চতুর্থবারের চেষ্টার পর সফল হয়েছিলেন লখনউয়ের কৌশাম্বি এলাকার বাসিন্দা শান্তি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/7
• কিন্তু সদ্যোজাত সেই শিশুপুত্র জন্মেছিল প্রি-ম্যাচিওর অবস্থায় ৷ জন্মের সময়ই জন্ডিস ধরা পড়ে তার ৷ লিভারের অসুখও ছিল ৷ ২৩ এপ্রিল গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে জন্মানোর পর থেকেই চিকিৎসাধীন ছিল নবজাতক ৷ প্রতীকী চিত্র ৷
• কিন্তু সদ্যোজাত সেই শিশুপুত্র জন্মেছিল প্রি-ম্যাচিওর অবস্থায় ৷ জন্মের সময়ই জন্ডিস ধরা পড়ে তার ৷ লিভারের অসুখও ছিল ৷ ২৩ এপ্রিল গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে জন্মানোর পর থেকেই চিকিৎসাধীন ছিল নবজাতক ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/7
• ২৬ মে থেকে ট্রমা সেন্টার অফ জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটাল ইউনিটে ভর্তি ছিল শিশুটি। প্রতীকী চিত্র ৷
• ২৬ মে থেকে ট্রমা সেন্টার অফ জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটাল ইউনিটে ভর্তি ছিল শিশুটি। প্রতীকী চিত্র ৷
advertisement
5/7
• সদ্যোজাতের বাবা রাজন সিং পেশায় দিনমজুর ৷ তিনি পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় তাঁর স্ত্রী অবসাদে ভুগছিলেন ৷ চতুর্থ সন্তানও অসুস্থ হওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন শান্তি ৷ তবে তিনি যে এরকম কিছু ঘটাতে পারেন, তা আন্দাজও করতে পারেননি কেউ ৷ প্রতীকী চিত্র ৷
• সদ্যোজাতের বাবা রাজন সিং পেশায় দিনমজুর ৷ তিনি পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় তাঁর স্ত্রী অবসাদে ভুগছিলেন ৷ চতুর্থ সন্তানও অসুস্থ হওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন শান্তি ৷ তবে তিনি যে এরকম কিছু ঘটাতে পারেন, তা আন্দাজও করতে পারেননি কেউ ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/7
• হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি যে সময় ঘটে তখন ওই মহিলার স্বামী ও মা ঘরের বাইরেই শুয়েছিলেন ৷ শিশুপুত্রকে ফেলে দেওয়ার পর ছেলে চুরি হয়ে গিয়েছে বলে হাসপাতালের নার্সদের উপর অভিযোগ আনেন শান্তি ৷ প্রতীকী চিত্র ৷
• হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি যে সময় ঘটে তখন ওই মহিলার স্বামী ও মা ঘরের বাইরেই শুয়েছিলেন ৷ শিশুপুত্রকে ফেলে দেওয়ার পর ছেলে চুরি হয়ে গিয়েছে বলে হাসপাতালের নার্সদের উপর অভিযোগ আনেন শান্তি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
7/7
• কিন্তু পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল সত্য ৷ দেখা যায়, অসুস্থ ছেলেকে নিজেই নীচে ছুঁড়ে ফেলছেন শান্তি ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ প্রতীকী চিত্র ৷
• কিন্তু পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল সত্য ৷ দেখা যায়, অসুস্থ ছেলেকে নিজেই নীচে ছুঁড়ে ফেলছেন শান্তি ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement
advertisement