Pregnant Job Service Racket Bursts: মহিলাদের গর্ভবতী করতে পারলেই মিলবে ১০ লাখ! অভিনব কাজের অফার শুনেই হানা দিল পুলিশ

Last Updated:
Pregnant Job Service Racket Bursts: নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে পারলেই মিলবে টাকা। তা-ও অল্প-স্বল্প নয়, ১০ লাখ টাকা। অভিনব এই কাজের প্রস্তাব শুনে অনেকেই ছুটেছিলেন, তারপর যা হল...
1/6
ঘটনাটি ঘটেছে বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা গ্রামে। পোশাকি নাম দেওয়া হয়েছিল, ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস’, নেপথ্যে চলছিল ভয়ঙ্কর খেলা। প্রতীকী ছবি।
ঘটনাটি ঘটেছে বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা গ্রামে। পোশাকি নাম দেওয়া হয়েছিল, ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস’, নেপথ্যে চলছিল ভয়ঙ্কর খেলা। প্রতীকী ছবি।
advertisement
2/6
প্রস্তাব অনুযায়ী, যাঁরা সেই কাজে আগ্রহ প্রকাশ করতেন, তাঁদের লোভ দেখানো হত, মহিলাদের গর্ভবতী করতে পারলেই মিলবে ১০ লাখ টাকা পুরস্কার। প্রতীকী ছবি।
প্রস্তাব অনুযায়ী, যাঁরা সেই কাজে আগ্রহ প্রকাশ করতেন, তাঁদের লোভ দেখানো হত, মহিলাদের গর্ভবতী করতে পারলেই মিলবে ১০ লাখ টাকা পুরস্কার। প্রতীকী ছবি।
advertisement
3/6
শুধু তাই নয়, গর্ভবতী করতে ব্যর্থ হলেও খালি হাতে ফিরতে হবে না, সেই ক্ষেত্রে মিলবে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা। প্রতীকী ছবি।
শুধু তাই নয়, গর্ভবতী করতে ব্যর্থ হলেও খালি হাতে ফিরতে হবে না, সেই ক্ষেত্রে মিলবে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা। প্রতীকী ছবি।
advertisement
4/6
ঘটনা নিয়ে বিহার পুলিশের ডিএসপি ইমরান পারভেজ বলেন, “তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস এবং প্লেবয় সার্ভিস চালাত। মূলত ফেসবুকেই ওরা এই নিয়ে বিজ্ঞাপন দিত”। প্রতীকী ছবি।
ঘটনা নিয়ে বিহার পুলিশের ডিএসপি ইমরান পারভেজ বলেন, “তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস এবং প্লেবয় সার্ভিস চালাত। মূলত ফেসবুকেই ওরা এই নিয়ে বিজ্ঞাপন দিত”। প্রতীকী ছবি।
advertisement
5/6
তিনি আরও বলেন, “বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রচুর মানুষ ফোন করতেন। তারপরে ইচ্ছুক ব্যক্তিদের প্যান কার্ড, আধার কার্ড এবং সেলফি চাওয়া হত। তারপরে রেজিস্ট্রেশন এবং হোটেল বুকিংয়ের নামে এরা টাকা চাইত”। প্রতীকী ছবি।
তিনি আরও বলেন, “বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রচুর মানুষ ফোন করতেন। তারপরে ইচ্ছুক ব্যক্তিদের প্যান কার্ড, আধার কার্ড এবং সেলফি চাওয়া হত। তারপরে রেজিস্ট্রেশন এবং হোটেল বুকিংয়ের নামে এরা টাকা চাইত”। প্রতীকী ছবি।
advertisement
6/6
গ্রেফতার হওয়া তিনজনের নাম প্রিন্স রাজ, ভোলা কুমার এবং রাহুল কুমার। ধৃতদের থেকে ৬টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতীকী ছবি।
গ্রেফতার হওয়া তিনজনের নাম প্রিন্স রাজ, ভোলা কুমার এবং রাহুল কুমার। ধৃতদের থেকে ৬টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement