Live in rules in Uttarakhand UCC: ইচ্ছে হলেই লিভ ইন নয়, অভিন্ন দেওয়ানি বিধিতে অনেক কড়াকড়ি! কী আইন আসছে উত্তরাখণ্ডে?

Last Updated:
উত্তরাখণ্ডে কোনও পুরুষ এবং নারী লিভ ইন সম্পর্কে থাকতে গেলে বা থাকলে সেকথা সংশ্লিষ্ট সরকারি আধিকারিক অথবা রেজিস্ট্রারের কাছে নথিভুক্ত করতে হবে৷
1/11
উত্তরাখণ্ড বিধানসভায় গতকালই পাস হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল৷ এই বিল আইনে পরিণত হলে জাতি, ধর্ম নির্বিশেষে বিয়ে, সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো বিষয়গুলি একই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে৷
উত্তরাখণ্ড বিধানসভায় গতকালই পাস হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল৷ এই বিল আইনে পরিণত হলে জাতি, ধর্ম নির্বিশেষে বিয়ে, সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো বিষয়গুলি একই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে৷
advertisement
2/11
একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক এবং কোন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তাও নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে৷
একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধিতে লিভ ইন সম্পর্ক এবং কোন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তাও নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে৷
advertisement
3/11
অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, উত্তরাখণ্ডে  কোনও পুরুষ এবং নারী লিভ ইন সম্পর্কে থাকতে গেলে বা থাকলে সেকথা সংশ্লিষ্ট সরকারি আধিকারিক অথবা রেজিস্ট্রারের কাছে নথিভুক্ত করতে হবে৷
অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, উত্তরাখণ্ডে কোনও পুরুষ এবং নারী লিভ ইন সম্পর্কে থাকতে গেলে বা থাকলে সেকথা সংশ্লিষ্ট সরকারি আধিকারিক অথবা রেজিস্ট্রারের কাছে নথিভুক্ত করতে হবে৷
advertisement
4/11
আইন কার্যকর হওয়ার পর কোনও যুগল লিভ ইন সম্পর্কে থেকেও তা নথিভুক্ত না করালে অথবা মিথ্যে তথ্য দিলে ছ মাসের জেল অথবা এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে৷
আইন কার্যকর হওয়ার পর কোনও যুগল লিভ ইন সম্পর্কে থেকেও তা নথিভুক্ত না করালে অথবা মিথ্যে তথ্য দিলে ছ মাসের জেল অথবা এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে৷
advertisement
5/11
তবে আইন অনুযায়ী, চাইলে লিভ ইন সম্পর্কে অনুমোদন নাও দিতে পারেন সংশ্লিষ্ট রেজিস্ট্রার৷ সেক্ষেত্রে লিখিত ভাবে আবেদন খারিজের কারণও জানিয়ে দিতে হবে তাঁকে৷
তবে আইন অনুযায়ী, চাইলে লিভ ইন সম্পর্কে অনুমোদন নাও দিতে পারেন সংশ্লিষ্ট রেজিস্ট্রার৷ সেক্ষেত্রে লিখিত ভাবে আবেদন খারিজের কারণও জানিয়ে দিতে হবে তাঁকে৷
advertisement
6/11
লিভ ইন সম্পর্কে যাঁরা থাকার জন্য আবেদন করবেন, তাঁদের মধ্যে একজনের বয়স অন্তত ২১ বছর হতে হবে৷ দু জনের মধ্যে কারও বয়সই ১৮-র নীচে হলে চলবে না৷
লিভ ইন সম্পর্কে যাঁরা থাকার জন্য আবেদন করবেন, তাঁদের মধ্যে একজনের বয়স অন্তত ২১ বছর হতে হবে৷ দু জনের মধ্যে কারও বয়সই ১৮-র নীচে হলে চলবে না৷
advertisement
7/11
লিভ ইন সম্পর্কে থাকার আবেদন পাওয়ার পর তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট রেজিস্ট্রার৷ আবেদনকারী নারী পুরুষের মধ্যে কেউ বিবাহিত কি না, তাঁরা অন্য কোনও লিভ ইন সম্পর্কে রয়েছেন কি না, এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে৷
লিভ ইন সম্পর্কে থাকার আবেদন পাওয়ার পর তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট রেজিস্ট্রার৷ আবেদনকারী নারী পুরুষের মধ্যে কেউ বিবাহিত কি না, তাঁরা অন্য কোনও লিভ ইন সম্পর্কে রয়েছেন কি না, এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে৷
advertisement
8/11
এর পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকার জন্য জোর করে সম্মতি আদায় করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷
এর পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকার জন্য জোর করে সম্মতি আদায় করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷
advertisement
9/11
আবার কোনও মহিলা সঙ্গীকে তাঁর পুরুষ লিভ ইন পার্টনার পরিত্যাগ করলে তিনি ডিভোর্সের মতোই খোরপোষ দাবি করতে পারবেন, সেই সংস্থানও থাকছে অভিন্ন দেওয়ানি বিধিতে৷
আবার কোনও মহিলা সঙ্গীকে তাঁর পুরুষ লিভ ইন পার্টনার পরিত্যাগ করলে তিনি ডিভোর্সের মতোই খোরপোষ দাবি করতে পারবেন, সেই সংস্থানও থাকছে অভিন্ন দেওয়ানি বিধিতে৷
advertisement
10/11
লিভ ইন সম্পর্ক থেকে কোনও সন্তানের জন্ম হলে আইনি মতে বিবাহিত বাবা মায়ের সন্তানের মতো সেই শিশুটিরও যাবতীয় অধিকার থাকবে৷
লিভ ইন সম্পর্ক থেকে কোনও সন্তানের জন্ম হলে আইনি মতে বিবাহিত বাবা মায়ের সন্তানের মতো সেই শিশুটিরও যাবতীয় অধিকার থাকবে৷
advertisement
11/11
লিভ ইন সম্পর্কে ইতি টানতে গেলেও একই ভাবে তা সংশ্লিষ্ট রেজিস্ট্রারকে জানাতে হবে যুগলদের৷
লিভ ইন সম্পর্কে ইতি টানতে গেলেও একই ভাবে তা সংশ্লিষ্ট রেজিস্ট্রারকে জানাতে হবে যুগলদের৷
advertisement
advertisement
advertisement