Train 18 : ট্রেনের টিকিটের দামে শতাব্দীকেও ছাড়িয়ে গেল দেশের দ্রুততম ট্রেন !

Last Updated:
1/6
প্রথম মেক ইন ইন্ডিয়া ট্রেন 18 বা T-18 ৷ দিল্লিতে থেকে বারাণসি পর্যন্ত দুর্বার গতিতে ছুটবে এই ট্রেন ৷ শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছিল তাকে ৷ এখন শতাব্দীকেও ছাড়িয়ে গেল দেশের দ্রুততম ট্রেন ৷ শুধুমাত্র খরচের বহরে নয় ৷ টিকিট মূল্যের নিরিখেও শতাব্দীকে ছাড়িয়ে গেল Train-18 ৷
প্রথম মেক ইন ইন্ডিয়া ট্রেন 18 বা T-18 ৷ দিল্লিতে থেকে বারাণসি পর্যন্ত দুর্বার গতিতে ছুটবে এই ট্রেন ৷ শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছিল তাকে ৷ এখন শতাব্দীকেও ছাড়িয়ে গেল দেশের দ্রুততম ট্রেন ৷ শুধুমাত্র খরচের বহরে নয় ৷ টিকিট মূল্যের নিরিখেও শতাব্দীকে ছাড়িয়ে গেল Train-18 ৷
advertisement
2/6
১০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই ট্রেন ১৮ ৷ শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে ৷ এই ট্রেনের ‘executive class’-র টিকিট মূল্য ৩০০০ টাকা ৷ অন্যদিকে, ‘চেয়ার কার’-র মূল্য ১৮০০ টাকা ৷
১০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই ট্রেন ১৮ ৷ শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে ৷ এই ট্রেনের ‘executive class’-র টিকিট মূল্য ৩০০০ টাকা ৷ অন্যদিকে, ‘চেয়ার কার’-র মূল্য ১৮০০ টাকা ৷
advertisement
3/6
নির্দিষ্ট দূরত্বে শতাব্দীর ভাড়ার থেকে প্রায় ৪০ থেকে ৫০শতাংশ বেশী ভাড়া Train-18-র ৷ রেলমন্ত্রী পীযূশ গোয়েলের সম্মতি পেলেই দুর্বার গতিতে ভারতীয় রেলে ছুটবে Train-18 ৷
নির্দিষ্ট দূরত্বে শতাব্দীর ভাড়ার থেকে প্রায় ৪০ থেকে ৫০শতাংশ বেশী ভাড়া Train-18-র ৷ রেলমন্ত্রী পীযূশ গোয়েলের সম্মতি পেলেই দুর্বার গতিতে ভারতীয় রেলে ছুটবে Train-18 ৷
advertisement
4/6
শতাব্দীর ট্রেনের ক্ষেত্রে নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যেকার এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২০১৩ টাকা ৷ চেয়ার কারের টিকিট মূল্য ৮৮৬ টাকা ৷ অন্যদিকে, সমান দূরত্বেই ট্রেন 18-র ক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৮১৮ টাকা এবং চেয়ার কারের টিকিট মূল্য ১৩২৯ টাকা ৷
শতাব্দীর ট্রেনের ক্ষেত্রে নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যেকার এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২০১৩ টাকা ৷ চেয়ার কারের টিকিট মূল্য ৮৮৬ টাকা ৷ অন্যদিকে, সমান দূরত্বেই ট্রেন 18-র ক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৮১৮ টাকা এবং চেয়ার কারের টিকিট মূল্য ১৩২৯ টাকা ৷
advertisement
5/6
এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে শতাব্দীর থেকে ট্রেন ১৮-র ভাড়া বেড়েছে প্রায় ৪০ শতাংশ ৷ অন্যদিকে, চেয়ার কারের ক্ষেত্রে ভাড়া প্রায় ৫০ শতাংশ বেশি ৷
এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে শতাব্দীর থেকে ট্রেন ১৮-র ভাড়া বেড়েছে প্রায় ৪০ শতাংশ ৷ অন্যদিকে, চেয়ার কারের ক্ষেত্রে ভাড়া প্রায় ৫০ শতাংশ বেশি ৷
advertisement
6/6
ইঞ্জিনবিহীন এই গাড়ির ইউরোপীয় প্রযুক্তিতে প্রস্তুত ১০০ কোটি টাকা খরচ হয়েছে এবং নির্মাণে লেগেছে ৩ মাস ৷ এই ট্রেনের ৪টি কোচ নিয়ে একটি পাওয়ার স্টোর প্রস্তুত হয়েছে ৷ যা একটি সেট হিসাবে কাজ করবে ৷ এই ট্রেনের নির্মাণ ২০১৮ সালে হয়েছে তাই এই ট্রেনের নিয়ম T-18 ৷
ইঞ্জিনবিহীন এই গাড়ির ইউরোপীয় প্রযুক্তিতে প্রস্তুত ১০০ কোটি টাকা খরচ হয়েছে এবং নির্মাণে লেগেছে ৩ মাস ৷ এই ট্রেনের ৪টি কোচ নিয়ে একটি পাওয়ার স্টোর প্রস্তুত হয়েছে ৷ যা একটি সেট হিসাবে কাজ করবে ৷ এই ট্রেনের নির্মাণ ২০১৮ সালে হয়েছে তাই এই ট্রেনের নিয়ম T-18 ৷
advertisement
advertisement
advertisement