ভ্যালেন্টাইনস ডে’তে এক্কেবারে ফ্রি’তে সিঙ্গলদের চা খাওয়াবে এই ক্যাফে

Last Updated:
1/6
 ♦ সরস্বতী পুজো ৷ বাঙালিদের কাছে এই দিনটি একটু বেশিই বিশেষ ৷ বাগদেবীর আরাধনার পাশাপাশি এইদিনটিকে ‘বাঙালি ভ্যালেন্টাইনস ডে’ও বলা হয় ৷ তবে প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’র ব্যাপারটা একটু অন্যরকমই ৷
♦ সরস্বতী পুজো ৷ বাঙালিদের কাছে এই দিনটি একটু বেশিই বিশেষ ৷ বাগদেবীর আরাধনার পাশাপাশি এইদিনটিকে ‘বাঙালি ভ্যালেন্টাইনস ডে’ও বলা হয় ৷ তবে প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’র ব্যাপারটা একটু অন্যরকমই ৷
advertisement
2/6
♦ প্রেমের জন্য উৎসর্গ করা গোটা একটা দিন ৷ ভালোবাসার মানুষটির কাছে ভালোবাসা জাহির করার দিন ৷ আর এইদিনটিকে বিশেষ করে তোলার জন্য কতই না আয়োজন ৷ চারদিকে ছাড়ের হিড়িক ৷ পিছিয়ে নেই রেস্তোরাঁ থেকে ক্যাফেগুলি ৷
♦ প্রেমের জন্য উৎসর্গ করা গোটা একটা দিন ৷ ভালোবাসার মানুষটির কাছে ভালোবাসা জাহির করার দিন ৷ আর এইদিনটিকে বিশেষ করে তোলার জন্য কতই না আয়োজন ৷ চারদিকে ছাড়ের হিড়িক ৷ পিছিয়ে নেই রেস্তোরাঁ থেকে ক্যাফেগুলি ৷
advertisement
3/6
♦ আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে এক আকর্ষণীয় অফার এনেছে ‘এমবিএ চা-ওয়ালা’৷ কী সেই অফার ? ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’তে সিঙ্গল’রা এই ক্যাফেতে গেলে, চা পেয়ে যাবেন এক্কেবারে বিনামূল্যে ৷
♦ আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে এক আকর্ষণীয় অফার এনেছে ‘এমবিএ চা-ওয়ালা’৷ কী সেই অফার ? ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’তে সিঙ্গল’রা এই ক্যাফেতে গেলে, চা পেয়ে যাবেন এক্কেবারে বিনামূল্যে ৷
advertisement
4/6
 ♦ এমনটাই জানিয়েছেন ‘এমবিএ চা-ওয়ালা’র কর্ণধার প্রফুল্ল বিল্লোরে ৷ সংবাদমাধ্যমকে প্রফুল্ল জানিয়েছেন যে, ভ্যালেন্টাইনস ডে-তে সকলে যুগলদের জন্যই নানা কিছু করে। কিন্তু যারা সিঙ্গল তাদেরও আনন্দ করার অধিকার রয়েছে। তাই তাঁর ক্যাফে ভেবেছে সেই সব সিঙ্গলদের কথা।
♦ এমনটাই জানিয়েছেন ‘এমবিএ চা-ওয়ালা’র কর্ণধার প্রফুল্ল বিল্লোরে ৷ সংবাদমাধ্যমকে প্রফুল্ল জানিয়েছেন যে, ভ্যালেন্টাইনস ডে-তে সকলে যুগলদের জন্যই নানা কিছু করে। কিন্তু যারা সিঙ্গল তাদেরও আনন্দ করার অধিকার রয়েছে। তাই তাঁর ক্যাফে ভেবেছে সেই সব সিঙ্গলদের কথা।
advertisement
5/6
♦ প্রফুল্ল দু’বছর এমবিএ পড়ার চেষ্টা করে শেষে ফুটপাথেই চায়ের দোকান খুলে ফেলেন ৷ গুজরাতের আহমেদাবাদ শহরের বস্ত্রপুরের এই ক্যাফেটি শুরু হয় ২০১৭ সালের জুন মাসে। ব্যবসায় লাভ হতে শুরু করলে একটি ক্যাফে তৈরি করেন তিনি ৷
♦ প্রফুল্ল দু’বছর এমবিএ পড়ার চেষ্টা করে শেষে ফুটপাথেই চায়ের দোকান খুলে ফেলেন ৷ গুজরাতের আহমেদাবাদ শহরের বস্ত্রপুরের এই ক্যাফেটি শুরু হয় ২০১৭ সালের জুন মাসে। ব্যবসায় লাভ হতে শুরু করলে একটি ক্যাফে তৈরি করেন তিনি ৷
advertisement
6/6
 ♦ এখন ৩৫ রকমের চা পাওয়া যায় ফুল বিল্লোরের ক্যাফেতে। সঙ্গে নানা ধরনের স্ন্যাক্স, যেমন ম্যাগি, ব্রেড-বাটার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ।
♦ এখন ৩৫ রকমের চা পাওয়া যায় ফুল বিল্লোরের ক্যাফেতে। সঙ্গে নানা ধরনের স্ন্যাক্স, যেমন ম্যাগি, ব্রেড-বাটার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ।
advertisement
advertisement
advertisement