স্বাগত রাফাল বলল আইএনএস কলকাতা! অভিনব আয়োজন ভারতীয় বায়ুসেনার

Last Updated:
এদিন ভারতের আকাশসীমায় রাফাল ঢুকতেই নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা তাকে স্বাগত জানায়।
1/5
সব প্রতীক্ষার অবসান। অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করল রাফাল যুদ্ধবিমান। এই পাঁচ যুদ্ধবিমানকে স্বাগত জানাতে অভিনব পন্থা নিল ভারতীয় বায়ুসেনা।
সব প্রতীক্ষার অবসান। অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করল রাফাল যুদ্ধবিমান। এই পাঁচ যুদ্ধবিমানকে স্বাগত জানাতে অভিনব পন্থা নিল ভারতীয় বায়ুসেনা।
advertisement
2/5
এদিন ভারতের আকাশসীমায় রাফাল ঢুকতেই নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা তাকে স্বাগত জানায়। বলা হয়, "ভারত মহাসাগরে আপনাকে স্বাগত। আপনার শৌর্য আকাশ ছুঁক। আবহাওয়া অনুকুল থাকুক।"
এদিন ভারতের আকাশসীমায় রাফাল ঢুকতেই নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা তাকে স্বাগত জানায়। বলা হয়, "ভারত মহাসাগরে আপনাকে স্বাগত। আপনার শৌর্য আকাশ ছুঁক। আবহাওয়া অনুকুল থাকুক।"
advertisement
3/5
অপেক্ষা করছিল আরও চমক। রাফালকে স্বাগত জানতে আকাশসীমায় হাজির ছিল ভারতীয় বায়ুসেনার দুটি সুখোই ৩০ বিমান।
অপেক্ষা করছিল আরও চমক। রাফালকে স্বাগত জানতে আকাশসীমায় হাজির ছিল ভারতীয় বায়ুসেনার দুটি সুখোই ৩০ বিমান।
advertisement
4/5
ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইটারে সেই ছবি শেয়ার করে বলা হয়, "নিজের দেশে স্বাগত সোনালি তিরের ফলা"
ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইটারে সেই ছবি শেয়ার করে বলা হয়, "নিজের দেশে স্বাগত সোনালি তিরের ফলা"
advertisement
5/5
 রাফালটি ঘাটিতে প্রবেশ করার পর তার‌ ভিডিও পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে এ এক গৌরবজ্জ্বল দিন।
রাফালটি ঘাটিতে প্রবেশ করার পর তার‌ ভিডিও পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে এ এক গৌরবজ্জ্বল দিন।
advertisement
advertisement
advertisement