Teacher Stripped Off: স্কুল থেকে পড়িয়ে ফিরছিলেন শিক্ষিকা, রাস্তায় ধরে একে একে খুলে নেওয়া হল পোশাক, মেয়েটির আর্ত চিৎকারে...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Woman Stripped Off: পুরো নাগরিক সমাজকে মাথা নত করতে বাধ্য করা একটি ঘটনা চিকমাগালুরু জেলার কোপ্পা তালুকে ঘটেছে। ২৫ বছরের সরকারি স্কুলের শিক্ষিকাকে গাছে বেঁধে, বিবস্ত্র করে দুর্বৃত্তরা হামলা করেছে।
চিকমাগালুরু: একেবারে ছিঃ ছিঃ! মহিলাদের অবস্থা এ কোথায় যাচ্ছে৷ পুরো নাগরিক সমাজকে মাথা হেঁট হয়েছে৷ এই ঘটনা ঘটেছে চিকমাগালুরু (Chikkamagaluru) জেলার কোপ্পা (Koppa) এলাকায়। ২৫ বছরের সরকারি স্কুলের শিক্ষিকাকে (government school teacher) বিবস্ত্র করা হয়৷ তারপরে তাঁর সেই নগ্ন দেহ গাছে বেঁধে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করেছে। Photo- Representative
advertisement
advertisement
শিক্ষিকাকে গাছে বেঁধে, মারাত্মক হামলাচিকমাগালুরু জেলার কোপ্পা তালুকের বাসরিকাট্টে কাছে ২৫ বছরের শিক্ষিকাকে গাছে বেঁধে, হামলা করা হয়েছে। শান্তিগ্রামের কোগ্রে সরকারি স্কুলের শিক্ষিকার উপর দুর্বৃত্তরা মারাত্মকভাবে হামলা চালায়৷ তারপর নিজেদের দুরভিসন্ধি পূরণ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ Photo- Representative
advertisement
advertisement
শিবমোগার মেগান হাসপাতালে চিকিৎসাশিক্ষিকা ব্যথায় কাতরাচ্ছিলেন, সঙ্গে করছিলেন আর্ত চিৎকার সেই শুনেই তাঁর পরিবারের লোকেরা ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অসুস্থ শিক্ষিকাকে শিবমোগার মেগান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন নিগৃহীতা তরুণী৷ Photo- Representative
advertisement
