সুশান্তের মৃত্যুতে এবার রাজনীতিকের নাম! 'নোংরা রাজনীতিতে আমি নেই', জানালেন আদিত্য ঠাকরে...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সুশান্তের মৃত্যুতে উঠে এল ঠাকরে পরিবারের নাম৷ আদিত্য ঠাকরে সাফ জানালেন এটা একেবারে নোংরা রাজনীতি৷
▪️যতদিন যাচ্ছে ততই ঘোরালো হচ্ছে সুশান্তের মৃত্যু মামলা৷ মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের দ্বন্দ্ব, মুম্বই পুলিশের বিরুদ্ধে ঠিক করে কাজ করতে না দেওয়ার একাধিক অভিযোগ বিহার পুলিশের, সঙ্গে রিয়া চক্রবর্তীর সন্দেহজনক গতিবিধি! সব মিলে সুশান্তের মৃত্যু তদন্ত কোন দিকে এগোচ্ছে, তাই বুঝে ওঠা দায়৷ আর এরমধ্যেই এবার রাজনীতির যোগ! নাম জড়ালো ঠাকরে পরিবারের!
advertisement
▪️মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে ফিল্ম জগতের যোগ কোনও নতুন কথা নয়৷ তবে রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এবং রিয়াকে আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ সুশান্তের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বারবার আর্জি জানাচ্ছে তাঁর পরিবার৷ মুম্বই পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না, এই অভিযোগও উঠেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement