সুশান্তের মৃত্যুতে এবার রাজনীতিকের নাম! 'নোংরা রাজনীতিতে আমি নেই', জানালেন আদিত্য ঠাকরে...

Last Updated:
সুশান্তের মৃত্যুতে উঠে এল ঠাকরে পরিবারের নাম৷ আদিত্য ঠাকরে সাফ জানালেন এটা একেবারে নোংরা রাজনীতি৷
1/7
▪️যতদিন যাচ্ছে ততই ঘোরালো হচ্ছে সুশান্তের মৃত্যু মামলা৷ মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের দ্বন্দ্ব, মুম্বই পুলিশের বিরুদ্ধে ঠিক করে কাজ করতে না দেওয়ার একাধিক অভিযোগ বিহার পুলিশের, সঙ্গে রিয়া চক্রবর্তীর সন্দেহজনক গতিবিধি! সব মিলে সুশান্তের মৃত্যু তদন্ত কোন দিকে এগোচ্ছে, তাই বুঝে ওঠা দায়৷ আর এরমধ্যেই এবার রাজনীতির যোগ! নাম জড়ালো ঠাকরে পরিবারের!
▪️যতদিন যাচ্ছে ততই ঘোরালো হচ্ছে সুশান্তের মৃত্যু মামলা৷ মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের দ্বন্দ্ব, মুম্বই পুলিশের বিরুদ্ধে ঠিক করে কাজ করতে না দেওয়ার একাধিক অভিযোগ বিহার পুলিশের, সঙ্গে রিয়া চক্রবর্তীর সন্দেহজনক গতিবিধি! সব মিলে সুশান্তের মৃত্যু তদন্ত কোন দিকে এগোচ্ছে, তাই বুঝে ওঠা দায়৷ আর এরমধ্যেই এবার রাজনীতির যোগ! নাম জড়ালো ঠাকরে পরিবারের!
advertisement
2/7
▪️মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে ফিল্ম জগতের যোগ কোনও নতুন কথা নয়৷ তবে রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এবং রিয়াকে আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ সুশান্তের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বারবার আর্জি জানাচ্ছে তাঁর পরিবার৷ মুম্বই পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না, এই অভিযোগও উঠেছে৷
▪️মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে ফিল্ম জগতের যোগ কোনও নতুন কথা নয়৷ তবে রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এবং রিয়াকে আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ সুশান্তের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বারবার আর্জি জানাচ্ছে তাঁর পরিবার৷ মুম্বই পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না, এই অভিযোগও উঠেছে৷
advertisement
3/7
▪️পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সুশান্তের মৃত্যুর পিছনে রয়েছে গভীর রহস্য৷ কারণ সুশান্তের যা মনোবল বা যে ধরনের মানুষ ছিলেন সুশান্ত, তাতে তাঁর পক্ষে এত সহজে মৃত্যু বরণ করা সম্ভব নয়৷ তাই তাঁর মৃত্যুর পিছনে ছিল কোনও ষড়যন্ত্র এবং মানসিক ভাবে চাপ৷
▪️পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সুশান্তের মৃত্যুর পিছনে রয়েছে গভীর রহস্য৷ কারণ সুশান্তের যা মনোবল বা যে ধরনের মানুষ ছিলেন সুশান্ত, তাতে তাঁর পক্ষে এত সহজে মৃত্যু বরণ করা সম্ভব নয়৷ তাই তাঁর মৃত্যুর পিছনে ছিল কোনও ষড়যন্ত্র এবং মানসিক ভাবে চাপ৷
advertisement
4/7
▪️সুশান্তের বাবা আরও জানিয়েছেন যে, ছেলের মুত্যুর আগেই তিনি মুম্বই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ছেলের বিপদ আসন্ন৷ তারপরও কোনও পদক্ষেপ নেয়নি মুম্বই পুলিশ৷ এমনকী মৃত্যুর পরও মুম্বই পুলিশের তদন্তে সেভাবে সাড়া না পাওয়ায় বিহার পুলিশের দারস্থ হতে বাধ্য হন কে কে সিং৷
▪️সুশান্তের বাবা আরও জানিয়েছেন যে, ছেলের মুত্যুর আগেই তিনি মুম্বই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ছেলের বিপদ আসন্ন৷ তারপরও কোনও পদক্ষেপ নেয়নি মুম্বই পুলিশ৷ এমনকী মৃত্যুর পরও মুম্বই পুলিশের তদন্তে সেভাবে সাড়া না পাওয়ায় বিহার পুলিশের দারস্থ হতে বাধ্য হন কে কে সিং৷
advertisement
5/7
▪️সুশান্তের মৃত্যু নয়, খুন হয়েছে, এই বক্তব্যে যারা অনড়, তাদের পক্ষ থেকে আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগ করা হয়৷ যারপর মুখ খোলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে৷ একটি চিঠি প্রকাশ করেছেন আদিত্য৷ লিখেছেন...
▪️সুশান্তের মৃত্যু নয়, খুন হয়েছে, এই বক্তব্যে যারা অনড়, তাদের পক্ষ থেকে আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগ করা হয়৷ যারপর মুখ খোলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে৷ একটি চিঠি প্রকাশ করেছেন আদিত্য৷ লিখেছেন...
advertisement
6/7
▪️তারকাদের সঙ্গেই আমার সদ্ভাবে তো কোনও অপরাধ নেই৷ তবে সুশান্তের মৃত্যুতে আমার নাম জড়ানো একেবারেই নোংরা রাজনীতি৷ মহারাষ্ট্র সরকার খুব ভাল কাজ করছে৷ সেটা বিরোধীরা মানতে পারছেন না, তাই এই কুৎসা৷
▪️তারকাদের সঙ্গেই আমার সদ্ভাবে তো কোনও অপরাধ নেই৷ তবে সুশান্তের মৃত্যুতে আমার নাম জড়ানো একেবারেই নোংরা রাজনীতি৷ মহারাষ্ট্র সরকার খুব ভাল কাজ করছে৷ সেটা বিরোধীরা মানতে পারছেন না, তাই এই কুৎসা৷
advertisement
7/7
▪️সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে বিহার সরকার৷ কিন্তু বিহার সরকার চাইলেই এই ঘটনার সিবিআই তদন্ত শুরু করা সম্ভব নয় বলেই দাবি সংবিধান বিশেষজ্ঞদের৷
▪️সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে বিহার সরকার৷ কিন্তু বিহার সরকার চাইলেই এই ঘটনার সিবিআই তদন্ত শুরু করা সম্ভব নয় বলেই দাবি সংবিধান বিশেষজ্ঞদের৷
advertisement
advertisement
advertisement