Special Train Route: উৎসবের মরশুমে সুখবর! যাত্রীর ভিড় ঠেকাতে আরও একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেন, কোন কোন রুটে ছুটবে? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Special Train Route: হোলি উৎসবের মরশুমে বড় ঘোষণা রেলের। চালানো হবে আরও স্পেশাল ট্রেন। জেনে নিন রুট থেকে সময়, যাবতীয় তথ্য এক ক্লিকে।
হোলি উৎসবের মরসুমে যাত্রীদের বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে। ইতিমধ্যে, নারেঙ্গি-গোরখপুর জং-নারেঙ্গি; কাটিহার-অমৃতসর-কাটিহার; কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা; ডিব্রুগড়–নিউ জলপাইগুড়ি –ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি–হাওড়া–নিউ জলপাইগুড়ি; আনন্দ বিহার টার্মিনাল–যোগবানি–আনন্দ বিহার টার্মিনাল; মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী এবং উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি এবং টাটা – কাটিহার - টাটা রুটে চলাচল করা ১৩ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৮ (ডিব্রুগড় - গোরখপুর) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে ডিব্রুগড় থেকে ০৯:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৯:০০ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৭ (গোরখপুর - ডিব্রুগড়) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বৃহস্পতিবারে গোরখপুর থেকে ২১:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।
advertisement
ট্রেন দুটি উপরে উল্লেখ করা তারিখ হিসেবে মাত্র দুই ট্রিপের জন্য চলবে। কপিঞ্জল কিশোর শর্মামুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রা করার পূর্বে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।