হোম » ছবি » দেশ » দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

  • Bangla Editor

  • 16

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি৷ সরকার নয়, তিনিই হয়ে উঠেছিলেন পরিযায়ী শ্রমিকদের মসিহা৷ এ হেন সোনু সুদ এবার িবহার ভোটের ফল নিয়ে মুখ খুললেন৷ বিহারে এনডিএ-র জয়ের পরে অভিনেতা বলছেন, মানুষ এক এক সময়ে দ্বিতীয় বার সুযোগ দেয়৷

    MORE
    GALLERIES

  • 26

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    বিহারে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা নীতীশ সরকারের উপরে প্রবল ক্ষুব্ধ ছিলেন৷ কেন্দ্রীয় সরকারের ভূমিকাতেও পরিযায়ী শ্রমিকরা খুশি ছিলেন না বলেই অভিযোগ উঠেছিল৷ মনে করা হয়েছিল, বিহার ভোটের ফলেই তার প্রভাব পড়বে৷ শেষ পর্যন্ত অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ৷

    MORE
    GALLERIES

  • 36

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো সোনু সুদ বিহার ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, 'মানুষ হয়তো কোনও কিছু ভাল দেখেছেন৷ ভারতীয়রা খুব আশাবাদী হন এবং তাঁরা এক এক সময় দ্বিতীয় বা তৃতীয় বার সুযোগ দেন৷ তাঁরা আশা করেন যে তাঁরা আর একটু ভাল ভাবে বাঁচতে পারবেন৷

    MORE
    GALLERIES

  • 46

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর মহাজোটকে হারিয়ে বিহারে কোনওক্রমে ক্ষমতা দখল করেছে জেডিইউ-বিজেপি-র এনডিএ জোট৷ ২৪৩ আসনের বিহার বিধাবসভায় ১২৫টি আসনে জিতেছে তারা৷ জেডিইউ পেয়েছে ৪৩টি আসন, বিজেপি জিতেছে ৭৪টি আসনে৷

    MORE
    GALLERIES

  • 56

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    লকডাউনের সময় বিহার এবং উত্তর প্রদেশের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন সোনু সুদ৷ মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা৷ ফলে কেন্দ্র বা রাজ্য সরকার, বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের কাছে সোনু সুদই ভগবান হয়ে উঠেছিলেন৷

    MORE
    GALLERIES

  • 66

    দ্বিতীয় বারও সুযোগ দেয় মানুষ, বিহার ভোটের ফল দেখে বলছেন সোনু সুদ

    সেই অভিজ্ঞতা থেকেই এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'বিহারের প্রচুর মানুষের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে৷ শিক্ষা হোক বা পরিকাঠামো, সবদিক দিয়েই খুব খারাপ অবস্থায় রয়েছেন তাঁরা৷ আমি বিশ্বাস করি, কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়৷ পাঁচ বছর পরে বিহার যাতে আরও উন্নত হয়, সেটা নিশ্চিত হওয়া জরুরি৷ বিহারের মানুষ যে সরকারকে বেছে নিয়েছেন, তাকে নিয়ে যেন তাঁরা গর্ব করতে পারেন৷'

    MORE
    GALLERIES