লকডাউনের সময় বিহার এবং উত্তর প্রদেশের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন সোনু সুদ৷ মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা৷ ফলে কেন্দ্র বা রাজ্য সরকার, বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের কাছে সোনু সুদই ভগবান হয়ে উঠেছিলেন৷
সেই অভিজ্ঞতা থেকেই এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'বিহারের প্রচুর মানুষের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে৷ শিক্ষা হোক বা পরিকাঠামো, সবদিক দিয়েই খুব খারাপ অবস্থায় রয়েছেন তাঁরা৷ আমি বিশ্বাস করি, কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়৷ পাঁচ বছর পরে বিহার যাতে আরও উন্নত হয়, সেটা নিশ্চিত হওয়া জরুরি৷ বিহারের মানুষ যে সরকারকে বেছে নিয়েছেন, তাকে নিয়ে যেন তাঁরা গর্ব করতে পারেন৷'