

•অভাবের ফলে চূড়ান্ত অসহায়তা৷ চুরির পথ বেছে নিল এক কিশোর৷ মোবাইল চুরির পথে হাঁটল সে, শুধুমাত্র অনলাইনে ক্লাস করবে বলে৷ তবে শেষ পর্যন্ত পরিণতি হল সুখের৷ Photo collected


•১৩ বছরের কিশোর চেন্নাইয়ের এক সরকারি স্কুলের ছাত্র৷ তার বাবা একটি বিস্কুটের দোকানে কাজ করেন এবং মা বাড়ির পরিচারকের কাজ করেন৷ ফলে সংসারে অভাব রয়েছে এবং অনলাইন পড়াশুনার জন্য নতুন মোবাইল ফোন কেনা একপ্রকার অসম্ভব ছিল তাদের পক্ষে৷ ফলে বন্ধ হতে বসে লেখাপড়া৷ Photo collected


•একপ্রকার বাধ্য হয়ে বাড়ির পাশে থাকা দুই ছিচকে চোরের সঙ্গে জোট বাঁধে কিশোর৷ অন্যদিকে কিশোরের অসহায়তার সুযোগ নেয় দুই চোরও৷ তারাও মনে করতে থাকে যে, তাদের সঙ্গে ওই কিশোর থাকলে অন্যরা তাদের সন্দেহ কম করবে৷ সেই জন্য কিশোরের সঙ্গে তারা হাত মেলায় এবং তাকে মোবাইল ফোন চুরির স্বপ্ন দেখাতে থাকে৷ Photo collected


•তবে আদৌও কিশোরকে মোবাইল পাইয়ে দেওয়ার কোনও ইচ্ছে ছিল না তাদের৷ তারা শুধু নিজেদের ধান্দায় ওই কিশোরকে নিজেদের গ্যাং-এ সামিল করেছিল৷ Photo collected


•তবে মোবাইলের অভাবে ক্লাস বন্ধ ছিল ছেলেটির৷ যার জেরে সেও মোবাইল চুরির জন্য ছিল একপ্রকার বদ্ধপরিকর৷ তবে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল সে৷ Photo collected