SIR in Bihar: বাংলায় শুরু এসআইআর, বিহার SIR-এ কাদের ভোট সবচেয়ে কমেছে জানেন? ১৫ বছরে এই প্রথম এমন ঘটনা, বাংলায় কী হবে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SIR in Bihar: চূড়ান্ত তালিকা অনুযায়ী বিহারে এখন মোট ভোটারের সংখ্যা ৭.৪৩ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ৩.৯২ কোটি এবং মহিলা সাড়ে তিন কোটি।
পটনা: বিহারে মহিলা এবং পুরুষ ভোটারের অনুপাত বেশ খানিকটা কমেছে। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার (এসআইআর) পরে নির্বাচন কমিশন যে তালিকা চূড়ান্ত করেছে, তাতে মহিলা ও পুরুষ ভোটারের অনুপাত ৮৯২:১০০০। অর্থাৎ, প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা ৮৯২। বিহারে মহিলা ভোটারের অনুপাত গত ১৫ বছরে শুধুই বেড়েছে। এই প্রথম তা কমে গেল।
advertisement
advertisement
advertisement
advertisement
২০০৫ থেকে বিহারের কুর্সিতে রয়েছেন নীতীশ কুমার। ক্ষমতায় আসার পরেই মহিলাদের উন্নয়ন এবং ক্ষমতায়নে জোর দিয়েছিলেন তিনি। একাধিক নারীকেন্দ্রিক প্রকল্পও চালু করেছিলেন। মনে করা হচ্ছিল, সেই কারণে বিহারে মহিলা ভোটারের সংখ্যা বাড়ছে। কিন্তু আবার সেই ধারায় পরিবর্তন এল। দেখা গিয়েছে, এ বছর ভোটার তালিকায় নতুন করে যত নাম যোগ হয়েছে, তাতে মহিলার হার মাত্র ১৭.৯৩ শতাংশ। ২০২০ সালে নতুন মহিলা ভোটারের এই হার ছিল ৫৩.৫১ শতাংশ। গত অগস্টে খসড়া তালিকাতেও প্রচুর মহিলা ভোটারের নাম বাদ দেওয়া হয়।
advertisement
advertisement
জেলাভিত্তিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, মহিলা-পুরুষ ভোটারের ব্যবধান সবচেয়ে কম ভাগলপুরে (প্রতি ১০০০ পুরুষে ৯৩৯ মহিলা)। ব্যবধান সবচেয়ে বেশি রয়েছে চম্পারন জেলায় (প্রতি ১০০০ পুরুষে ৮৭২ মহিলা)। এ ছাড়া, গোপালগঞ্জ, গয়া, সিওয়ান, আরওয়াল, জেনানাবাদের মতো জেলায় মহিলা-পুরুষের ব্যবধান এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।
