Sundarban Bird Festival: সুন্দরবনে শুরু হতে চলেছে পাখি উৎসব, অংশগ্রহণে সুযোগ পাবেন ২৪ পাখিপ্রেমী! আবেদন পদ্ধতি জানাল কর্তৃপক্ষ
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Sundarban Bird Festival: পাখিদের ছবি তোলার পাশাপাশি কোথায় কী ধরনের পাখি দেখা গেল সে সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। প্রতিটি দলে একজন করে পাখি বিশেষজ্ঞ ও বন দফতরের একজন কর্মী থাকছেন।
advertisement
advertisement
advertisement
যার মধ্যে ইউরেশিয়ান কার্লিউ, ব্রাউন উইংড কিংফিশারের মতো ১২টি বিপন্ন প্রজাতির পাখির দেখাও মিলেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। গত বছরের মতো এবারেও মোট ২৪ জন পক্ষীপ্রেমীকে পাখি উৎসবে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বন দফতর। মোট ছটি দলে ভাগ হয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের মোট ছটি আলাদা আলাদা রেঞ্জ এলাকায় ঘুরে বেড়ান এই পাখি প্রেমিরা।
advertisement
advertisement
পাখিদের ছবি তোলার পাশাপাশি কোথায় কী ধরনের পাখি দেখা গেল সে সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। প্রতিটি দলে একজন করে পাখি বিশেষজ্ঞ ও বন দফতরের একজন কর্মী থাকছেন। চারদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাঁরা যে ছবি তুলবেন ও এবং যে তথ্য সংগ্রহ করেছেন সে সব বিচার বিশ্লেষণ করেই এবারের মোট পাখির সংখ্যা নির্ধারণ করা হয়েছে।







