Humayun Kabir: মুখ্যমন্ত্রীর সভায় এসেই পেলেন সাসপেন্ডের খবর, সভা থেকেই বেরিয়ে বিস্ফোরক ঘোষণা হুমায়ুনের!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Humayun Kabir: বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ সহ লাগাতার একাধিক ইস্যুতে দলের বিরুদ্ধেই মুখ খুলছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। বারবার সতর্ক এমনকি একাধিকবার শোকজ করা হয়েছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলা সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে বৃহস্পতিবার জনসভা করলেন তিনি। আর সেই জনসভা শুরুর আগেই তুমুল শোরগোল। তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ সহ লাগাতার একাধিক ইস্যুতে দলের বিরুদ্ধেই মুখ খুলছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। বারবার সতর্ক এমনকি একাধিকবার শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিধায়ক হুমায়ুন কবীর এদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় যান। বুধবার তিনি জানিয়েছিলেন, যে কোনও কিছু ঘটেই যাক, বাবরি মসজিদ তৈরি হবে, ৬তারিখ হবে ভিত্তিপ্রস্তর। মুখ্যমন্ত্রী কিছু বললেও তিনি শুনবেন না বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি বেলডাঙায় প্রস্তাবিত জমি পরিদর্শনও করেন। আর বৃহস্পতিবার নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রীর জনসভায় আসার পর বহিষ্কার করা হয় তাকে।
advertisement
advertisement
কলকাতায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম জেলার দুই বিধায়ক নিয়ামত সেখ ও আখরুজজানকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। বহিষ্কারের কথা জানতেই সঙ্গে সঙ্গে হুমায়ুন কবীর জনসভা থেকে বেরিয়ে যায়। শুক্রবার সেই ইস্তাফাপত্র জমা দেবেন বলেই জানান হুমায়ুন কবীর। আগামী ২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন বলেও স্পষ্ট জানালেন হুমায়ুন কবীর।
advertisement
বহরমপুরের সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, ”এর আগেও ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি আমাকে সাসপেন্ড করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সভায় থাকার জন্য বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে জিজ্ঞাসা করব। তিনি যদি থাকতে বলেন আমি থাকব। তবে মুর্শিদাবাদ জেলাতে ২২ তারিখে নতুন দল গঠন করে তৃণমূলকে দেখিয়ে দেব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humayun Kabir: মুখ্যমন্ত্রীর সভায় এসেই পেলেন সাসপেন্ডের খবর, সভা থেকেই বেরিয়ে বিস্ফোরক ঘোষণা হুমায়ুনের!

