'ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত...!' এসআইআর প্রসঙ্গে বহরমপুরে বললেন মুখ্যমন্ত্রী! ছুড়ে দিলেন চ্যালেঞ্জও

Last Updated:

Mamata Banerjee: মালদহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এদিন তাঁর সভা থেকেই এসআইআর আবহে একাধিক তোপ দাগেন তৃণমূলনেত্রী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এসআইআর আবহে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বহরমপুর: মালদহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এদিন তাঁর সভা থেকেই এসআইআর আবহে একাধিক তোপ দাগেন তৃণমূলনেত্রী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এসআইআর আবহে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা।
বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, “এসআইআর না-করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। আমরা অমিত শাহের সেই চালাকি ধরে ফেলেছি।”
advertisement
একইসঙ্গে তাঁর কথায়, “আমরা যদি এসআইআর না করতাম, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করত। আমরা অত বোকা নই। আমরা লড়বো। আমাদের ভাতে মারা যাবে না।” সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘‘এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে দিতাম, তা হলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন অমিত শাহের চালাকি? আমরা অত বোকা নই বাবুমশাই, গোদিভাই! আমরা করব, লড়ব। আমরা জিতে দেখাব। আমাদের ভাতে মারা যাবে না। সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। নিশ্চিন্তে থাকুন, কাউকে বিতাড়িত করতে দেব না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত...!' এসআইআর প্রসঙ্গে বহরমপুরে বললেন মুখ্যমন্ত্রী! ছুড়ে দিলেন চ্যালেঞ্জও
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement