হোম » ছবি » দেশ » সমুদ্র থেকে মাছের বদলে জালে উঠে এল দৈত্য! তারপরেই ঘটল ভয়ানক কাণ্ড...
Giant Fish: সমুদ্র থেকে মাছের বদলে জালে উঠে এল দৈত্য! তারপর যা হল...
Bangla Digital Desk
1/ 5
সমুদ্রের রহস্য বোঝা মুশকিল। জলের তলে একটা অন্য জগত। সেখানে যেন জীবন আরও রঙিন। এবার সেই গভীর জল থেকেই এক দৈত্যাকার মাছ উঠে এলে ডাঙায়। photo source ANI
2/ 5
বিশালাকার এই সার্ক মাছ ধরার জালে ধরা পড়ে। প্রথমে জালে কি ধরা পড়েছে তা নিয়ে অবাক হন সকলে। মাঝে মধ্যেই বড় সড় মাছ ওঠে জালে। এবারেও তেমনটাই ভেবেছিলেন মাঝিরা। কিন্তু এ যে সে মাছ নয়। দেখে একেবারে চমকে গেলেন সকলে। photo source ANI
3/ 5
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই সার্ক ধরা পড়ে মাছ ধরার জালে। এরপর থেকেই শুরু হয় হইচই।photo source ANI
4/ 5
সার্কটিকে ভাল করে পরীক্ষা করা হয়। সুস্থ ছিল সার্ক। এরপরেই তাকে সমুদ্রে ফেরানোর তোড়জোড় চলে। photo source ANI
5/ 5
এর পর এখানে চলে আসেন ফরেস্ট অফিসাররাও। সকলে মিলে সার্কটিকে ফের সমুদ্রে ফিরিয়ে দেন। গভীর জলে ফের ছুটে যায় সার্কটি। বড় সাইজের মাছের অনেক দাম হয়। তবে সার্ক সেই দলে পড়ে না। তাই জলে ফিরিয়ে দেওয়া হয় তাকে। photo source ANI