1/ 5


• দিল্লি সরকারকে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত ৷ ২০২০-২০২১ অর্থবর্ষের বাজেটের পরেই দিল্লি সরকারকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কোনও সংস্থায় কর্মরত কর্মীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই দিতে হবে বেতন ৷
2/ 5


• কর্মীর শিক্ষাগত যোগাত্য নূন্যতম স্নাতক হলে তাঁকে কমপক্ষে ১৯ হাজার ৫৭২ টাকা মাসিক বেতন দিতে হবে ৷
3/ 5


• প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে ১৪,৮৪২ টাকা ৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা ৷
4/ 5


• এই নির্দেশ শুধুমাত্র মাত্র কারিগরি কর্মীদের জন্য কার্যকর এমন নয়, এই তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও ৷