এতদিন প্রশ্ন তুলছিলেন বিরোধীরা৷ এবার মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে পরিযায়ী এবং শহুরে শ্রমিকদের দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন আরএসএস প্রধান মোহন ভগবত৷ তিন দিনের কানপুর সফরে গিয়ে এই মন্তব্য করেন সঙ্ঘপ্রধান৷ শুধু তাই নয়, পরিযায়ী এবং শহুরে শ্রমিকদের কর্মসংস্থানে এখনও যে অনেক কিছু করা প্রয়োজন, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি৷ Photo-PTI
বুধবার গভীর রাতে কানপুরে পৌঁছে বৃহস্পতিবার সকালে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি৷
সেখানেই সাধারণ মানুষের জন্য সংগঠনের তরফে কী কী উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে, তারও
খোঁজখবর নেন সঙ্ঘপ্রধান৷ পরামর্শ দিয়ে তিনি বলেন, শহরাঞ্চলে শ্রমিকদের জন্য এবং গ্রামে কৃষকদের জন্য
আরএসএস কর্মীদের কাজ করা উচিত৷ File Image/Representative Image