Malda News: মুহূর্তে গুণফল, সহজে অঙ্ক! মালদহ কলেজে এবার বিশেষ ক্লাস স্কুল পড়ুয়াদের
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত এই বিশেষ ক্লাসে অংক শেখাকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে মূলত বৈদিক গণিত পদ্ধতির মাধ্যমে মনে মনে গুণফল ও কঠিন অংক সমাধানের বিভিন্ন সূত্র তুলে ধরা হয়। শিক্ষকরা জানান, দ্রুত হিসেব করার এই কৌশলগুলি পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াবে এবং অংকের প্রতি ভয় দূর করতে সহায়ক হবে।
মালদহ, জিএম মোমিন: অঙ্ক মানেই ভয়! এই ধারণা ভাঙতেই এবার অভিনব উদ্যোগ নেওয়া হল মালদহ কলেজে। কম্পিউটার বা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই কীভাবে মুহূর্তের মধ্যে গুণফল ও জটিল অংক সমাধান করা যায়, তা হাতে-কলমে দেখালেন বিশেষজ্ঞ শিক্ষকরা। স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত এই বিশেষ ক্লাসে অঙ্ক শেখাকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে মূলত বৈদিক গণিত পদ্ধতির মাধ্যমে মনে মনে গুণফল ও কঠিন অংক সমাধানের বিভিন্ন সূত্র তুলে ধরা হয়। শিক্ষকরা জানান, দ্রুত হিসেব করার এই কৌশলগুলি পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াবে এবং অংকের প্রতি ভয় দূর করতে সহায়ক হবে। মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য বলেন, “বর্তমানে পড়ুয়ারা বইয়ের পাশাপাশি অতিরিক্তভাবে মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। পড়াশোনার যে কোনও সমস্যার সমাধান তারা মোবাইলেই খুঁজে নিতে অভ্যস্ত হয়ে উঠছে, ফলে নিজে চিন্তা করার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে। সেই কারণেই সহজ ও বিকল্প পদ্ধতিতে অংক শেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পড়ুয়ারা নিজেরাই ভেবে সমস্যার সমাধান করতে পারে।”
বিশেষ এই ক্লাসে অংশ নেওয়া স্কুলছাত্রী দৃষ্টি দে জানান, “খুব সহজভাবে গুণফল সমাধান করতে শিখেছি। আগে এই পদ্ধতিগুলি জানা ছিল না। বৈদিক গণিত শেখার পর এখন মনে মনে হিসেব করতে পারব। ক্যালকুলেটর বা কম্পিউটারের উপর আর নির্ভর করতে হবে না। ক্লাসটি করে সত্যিই খুব ভাল লাগছে।”
বর্তমান সময়ে অংক বিষয়কে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে যে ভয় ও অনীহা দেখা যায়। এই ধরনের বিশেষ প্রশিক্ষণ তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন শিক্ষক মহল। সহজ ও দ্রুত পদ্ধতিতে অংক শেখার সুযোগ পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী ও মনোযোগী করে তুলবে বলে অভিমত শিক্ষাবিদদের।
advertisement
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 24, 2026 3:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মুহূর্তে গুণফল, সহজে অঙ্ক! মালদহ কলেজে এবার বিশেষ ক্লাস স্কুল পড়ুয়াদের










