advertisement

1.5 Lakh Rupees Gold Price: বিরাট ধাক্কা, দেড় লাখ টাকা ছাড়িয়ে গেল সোনার দাম

Last Updated:
1.5 Lakh Rupees Gold Price: সোনার দামে রেকর্ড বৃদ্ধি। দেড় লাখ টাকার গণ্ডি ছাড়ানোয় গয়না ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দাম বৃদ্ধির কারণ ও বাজারের ইঙ্গিত এক নজরে।
1/6
সোনার বাজারে ফের বড়সড় ঝাঁকুনি। সাম্প্রতিক সময়ে ২৪ ক্যারেট সোনার দাম দেড় লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একটানা ঊর্ধ্বমুখী এই দামের জেরে গয়না কেনা যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনই বাজারের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়েও প্রশ্ন উঠছে।
সোনার বাজারে ফের বড়সড় ঝাঁকুনি। সাম্প্রতিক সময়ে ২৪ ক্যারেট সোনার দাম দেড় লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একটানা ঊর্ধ্বমুখী এই দামের জেরে গয়না কেনা যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনই বাজারের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
2/6
কেন এত দ্রুত বাড়ছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই লাফের পিছনে একাধিক কারণ কাজ করছে—

আন্তর্জাতিক অনিশ্চয়তা: বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকেন।
কেন এত দ্রুত বাড়ছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই লাফের পিছনে একাধিক কারণ কাজ করছে—আন্তর্জাতিক অনিশ্চয়তা: বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকেন।
advertisement
3/6
ডলার–রুপি বিনিময় হার: রুপি দুর্বল হলে সোনা আমদানির খরচ বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারে।কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদা: বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনার রিজার্ভ বাড়ালে আন্তর্জাতিক বাজারে দাম চড়ে।

উৎসব ও বিয়ের মরশুমের চাহিদা: দেশে চাহিদা বাড়লে দামও দ্রুত ঊর্ধ্বমুখী হয়।
ডলার–রুপি বিনিময় হার: রুপি দুর্বল হলে সোনা আমদানির খরচ বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারে।কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদা: বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনার রিজার্ভ বাড়ালে আন্তর্জাতিক বাজারে দাম চড়ে।উৎসব ও বিয়ের মরশুমের চাহিদা: দেশে চাহিদা বাড়লে দামও দ্রুত ঊর্ধ্বমুখী হয়।
advertisement
4/6
গয়না ক্রেতাদের জন্য কী প্রভাব?দাম দেড় লাখের গণ্ডি ছোঁয়ায় অনেকেই গয়না কেনা আপাতত পিছিয়ে দিচ্ছেন। বিশেষ করে বিয়ে ও উৎসবের কেনাকাটায় বাজেট বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। অনেক দোকানেই এখন হালকা ওজনের গয়নার দিকে ঝোঁক বাড়ছে।
গয়না ক্রেতাদের জন্য কী প্রভাব?দাম দেড় লাখের গণ্ডি ছোঁয়ায় অনেকেই গয়না কেনা আপাতত পিছিয়ে দিচ্ছেন। বিশেষ করে বিয়ে ও উৎসবের কেনাকাটায় বাজেট বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। অনেক দোকানেই এখন হালকা ওজনের গয়নার দিকে ঝোঁক বাড়ছে।
advertisement
5/6
বিনিয়োগকারীদের জন্য বার্তা কী?দীর্ঘমেয়াদে সোনা এখনও বিনিয়োগের শক্তিশালী মাধ্যম। তবে স্বল্পমেয়াদে এত বেশি দামে নতুন করে ঢোকা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই এককালীন বড় অঙ্কের বদলে ধাপে ধাপে বিনিয়োগ বা গোল্ড ETF, সোভরেন গোল্ড বন্ডের মতো বিকল্প ভাবা যেতে পারে।
বিনিয়োগকারীদের জন্য বার্তা কী?দীর্ঘমেয়াদে সোনা এখনও বিনিয়োগের শক্তিশালী মাধ্যম। তবে স্বল্পমেয়াদে এত বেশি দামে নতুন করে ঢোকা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই এককালীন বড় অঙ্কের বদলে ধাপে ধাপে বিনিয়োগ বা গোল্ড ETF, সোভরেন গোল্ড বন্ডের মতো বিকল্প ভাবা যেতে পারে।
advertisement
6/6
সামনে কী হতে পারে?বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও সুদের হারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে আগামী দিনে সোনার গতি। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে অনিশ্চয়তা বাড়লে নতুন উচ্চতাও অস্বাভাবিক নয়।
সামনে কী হতে পারে?বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও সুদের হারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে আগামী দিনে সোনার গতি। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে অনিশ্চয়তা বাড়লে নতুন উচ্চতাও অস্বাভাবিক নয়।
advertisement
advertisement
advertisement