East Bardhaman News: গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি! কালনার সরস্বতী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা, জানুন খুঁটিনাটি
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: কালনার এসডিপিও আফজল আবরার জানান, পুজোকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ও সুশৃঙ্খল যান চলাচলের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কালনা থানা পুলিশ। ২৬ তারিখ পর্যন্ত কালনা শহরে অনুষ্ঠিত সরস্বতী পুজোর জন্য আনুষ্ঠানিকভাবে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। এই বছর কালনার সরস্বতী পুজোর শোভাযাত্রায় মোট ১৭টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। শোভাযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার জন্য শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বিশেষ করে এস টি কে কে রোড সহ কালনা শহরের ভিতরের একাধিক এলাকায় নির্দিষ্ট সময়ে ‘নো এন্ট্রি’ কার্যকর করা হয়েছে। কালনার এসডিপিও আফজল আবরার এদিন জানান, পুজোকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর প্রতিটি দিন বিকেল চারটে থেকে কালনা শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার।
advertisement
আরও পড়ুনঃ অফ সিজনে আচমকা নদী ভাঙন! তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষিদের
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহরজুড়ে নজরদারি চালানো হবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই আধুনিক নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসডিপিও। এছাড়াও প্রশাসনের তরফে জরুরি পরিষেবার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতাল যাতায়াত বা অ্যাম্বুল্যান্স চলাচলে কোনও রকম অসুবিধা যাতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান এসডিপিও আফজল আবরার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে প্রশাসনের। আগামী ২৬ তারিখ, সোমবার অনুষ্ঠিত হবে কালনার সরস্বতী পুজোর ঐতিহ্যবাহী শোভাযাত্রা। ওই দিন শহরজুড়ে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে এই বছরের কালনার সরস্বতী পুজো।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 24, 2026 3:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি! কালনার সরস্বতী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা, জানুন খুঁটিনাটি










