Nadia News: অফ সিজনে আচমকা নদী ভাঙন! তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষিদের
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড় ভাঙতে শুরু করায় কয়েক বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথঃ নদিয়া ও পূর্ব বর্ধমান সংলগ্ন ভাগীরথী তীরবর্তী এলাকায় হঠাৎ শুরু হওয়া নদী ভাঙনে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগে মূলত বর্ষাকালেই নদী ভাঙনের ঘটনা ঘটলেও, এখন বছরের যেকোনও সময় আচমকা ভাঙন শুরু হয়ে যাচ্ছে। এর ফলে একের পর এক ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভাগীরথী নদীর পাড় ভাঙতে শুরু করায় কয়েক বিঘা জমি ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অসম্পূর্ণ ফসলই আগেভাগে তুলে নিচ্ছেন এলাকার কৃষকেরা। তাঁদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে আরও বড় অংশের জমি ভেঙে নদীতে চলে যেতে পারে।
আরও পড়ুনঃ মাইকে ঘোষণা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক পরিণতি শিক্ষকের, শোকের চেহারা নিল পুজোর আনন্দ
এদিন এলাকার চাষি উত্তম মণ্ডল জানান, “হঠাৎ করেই আমার শাক আলু চাষ করা জমি নদীগর্ভে চলে গিয়েছে। চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন যে সামান্য জমি বেঁচে আছে, সেখানকার সব শাক আলু দ্রুত তুলে ফেলছি, নাহলে সেটাও চলে যাবে।” তাঁর মতো আরও বহু কৃষক একই আতঙ্কে ভুগছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্য কৃষকদের অভিযোগ, কিছুদিন আগেই নদীর পাড় বাঁধানো হয়েছিল ঠিকই, কিন্তু সেই বাঁধের কাজ মানসম্মত হয়নি। তার ফলে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তাঁদের দাবি, দ্রুত শক্তপোক্তভাবে নদী বাঁধ সংস্কার না করলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নদী ভাঙনের ফলে শুধু চাষের জমিই নয়, এলাকার মানুষের জীবন ও জীবিকাও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী নদী তীর রক্ষা ব্যবস্থার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 24, 2026 3:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: অফ সিজনে আচমকা নদী ভাঙন! তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি চাষিদের









