Tatkal Ticket Booking: এবার আধার নম্বর দিলেই মিলবে তৎকালের টিকিট! আর ঝামেলা নয়...জানুন কী হতে চলেছে পদ্ধতি

Last Updated:
সার্ভার ডাউন, টিকিট না পাওয়ার মতো ভুরি ভুরি অভিযোগও রয়েছে। যাত্রীরা রেলের বিরুদ্ধেই নানা অভিযোগ আনছেন। এবার তৎকাল বুকিংয়ের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ রেলের।
1/6
নয়াদিল্লি: তৎকালে সবসময় কনফার্ম টিকিট পাওয়া যাবে, এই নিশ্চয়তা নেই। যদিও রেল যাত্রীদের শেষ মুহূর্তের কনফার্ম টিকিট পাওয়ার ভরসা থাকে সেই তৎকাল টিকিট। তবে যাত্রীদের লাগাতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৎকালে টিকিটই মিলছে না। যখনই বুকিং করার চেষ্টা করা হচ্ছে, তখন ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। সার্ভার ঠিক হতেই এক নিমেষে সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। Generated image
[caption id="" align="alignnone" width="1200"] নয়াদিল্লি: তৎকালে সবসময় কনফার্ম টিকিট পাওয়া যাবে, এই নিশ্চয়তা নেই। যদিও রেল যাত্রীদের শেষ মুহূর্তের কনফার্ম টিকিট পাওয়ার ভরসা থাকে সেই তৎকাল টিকিট। তবে যাত্রীদের লাগাতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৎকালে টিকিটই মিলছে না। যখনই বুকিং করার চেষ্টা করা হচ্ছে, তখন ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। সার্ভার ঠিক হতেই এক নিমেষে সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/6
ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) টিকিট বুকিং সিস্টেমে একটি বিশাল সাইবার জালিয়াতি চক্র ফাঁস করেছে। এই চক্রটি ভুয়ো ইউজার আইডি এবং বটের মাধ্যমে দ্রুত টিকিট বুক করত, যা আসল যাত্রীদের বঞ্চিত করছিল। গত পাঁচ মাসে ২.৯ লক্ষ সন্দেহজনক পিএনআর (PNR) চিহ্নিত করা হয়েছে এবং আড়াই কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে। Generated image
[caption id="" align="alignnone" width="1200"] ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) টিকিট বুকিং সিস্টেমে একটি বিশাল সাইবার জালিয়াতি চক্র ফাঁস করেছে। এই চক্রটি ভুয়ো ইউজার আইডি এবং বটের মাধ্যমে দ্রুত টিকিট বুক করত, যা আসল যাত্রীদের বঞ্চিত করছিল। গত পাঁচ মাসে ২.৯ লক্ষ সন্দেহজনক পিএনআর (PNR) চিহ্নিত করা হয়েছে এবং আড়াই কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/6
এই জালিয়াতি রুখতে রেল কর্তৃপক্ষ এখন একটি &quot;অ্যান্টি-বট&quot; অ্যাপ্লিকেশন মোতায়েন করেছে। এই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয় টিকিট বুকিং শনাক্ত এবং ব্লক করতে সাহায্য করবে। এর ফলে সিস্টেমটি আসল ব্যবহারকারীদের জন্য ন্যায্য এবং সহজলভ্য থাকবে। রেল কর্তারা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। Generated image
[caption id="" align="alignnone" width="1200"] এই জালিয়াতি রুখতে রেল কর্তৃপক্ষ এখন একটি "অ্যান্টি-বট" অ্যাপ্লিকেশন মোতায়েন করেছে। এই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয় টিকিট বুকিং শনাক্ত এবং ব্লক করতে সাহায্য করবে। এর ফলে সিস্টেমটি আসল ব্যবহারকারীদের জন্য ন্যায্য এবং সহজলভ্য থাকবে। রেল কর্তারা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/6
এদিকে এজেন্টরা ঠিক তৎকালের টিকিট জোগাড় করে ফেলছেন। এতেই জালিয়াতির অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘শীঘ্রই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আধার নম্বর দিয়ে তবেই তৎকাল টিকিট বুকিং করা যাবে। আগে থেকে কোনও ভুয়ো টিকিট তৈরি করতে পারবেন না এজেন্টরা।’’Generated image
এদিকে এজেন্টরা ঠিক তৎকালের টিকিট জোগাড় করে ফেলছেন। এতেই জালিয়াতির অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘শীঘ্রই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আধার নম্বর দিয়ে তবেই তৎকাল টিকিট বুকিং করা যাবে। আগে থেকে কোনও ভুয়ো টিকিট তৈরি করতে পারবেন না এজেন্টরা।’’ Generated image
advertisement
5/6
অশ্বিনী বৈষ্ণো দাবি করেছেন, এতে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে জালিয়াতি কমবে। এই ব্যবস্থায় শুধুমাত্র বৈধ যাত্রীরাই তৎকালের টিকিট পাবেন। তৎকাল টিকিট নিয়ে জালিয়াতির বিস্তর অভিযোগ রয়েছে ।  Generated image
অশ্বিনী বৈষ্ণো দাবি করেছেন, এতে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে জালিয়াতি কমবে। এই ব্যবস্থায় শুধুমাত্র বৈধ যাত্রীরাই তৎকালের টিকিট পাবেন। তৎকাল টিকিট নিয়ে জালিয়াতির বিস্তর অভিযোগ রয়েছে । Generated image
advertisement
6/6
সার্ভার ডাউন, টিকিট না পাওয়ার মতো ভুরি ভুরি অভিযোগও রয়েছে। যাত্রীরা রেলের বিরুদ্ধেই নানা অভিযোগ আনছেন। এবার তৎকাল বুকিংয়ের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ রেলের। Generated image
সার্ভার ডাউন, টিকিট না পাওয়ার মতো ভুরি ভুরি অভিযোগও রয়েছে। যাত্রীরা রেলের বিরুদ্ধেই নানা অভিযোগ আনছেন। এবার তৎকাল বুকিংয়ের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ রেলের। Generated image
advertisement
advertisement
advertisement