ফুঁসছে কাছেই...শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! ১১০ কিমি বেগে ধেয়ে আসছে, 'ল্যান্ডফল' কবে? কোথায় কী প্রভাব? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Tias Banerjee
Last Updated:
এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। “মন্থা” শব্দের অর্থ থাই ভাষায় ‘সুগন্ধি বা সুন্দর ফুল’। ভারতীয় আবহাওয়া দফতর বলছে এটি একটি “Severe Cyclonic Storm”, দেশ জুড়ে কী হতে পারে এর প্রভাব? জেনে নিন।
advertisement
advertisement
advertisement
শনিবার বিকেলে এটি পোর্ট ব্লেয়ার থেকে ৪৬০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, চেন্নাই থেকে ৯৫০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, এবং কাকিনাডা থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। IMD জানিয়েছে, ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের মাচিলিপটনম ও কালিংপটনমের মাঝামাঝি কাকিনাডা সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে পারে মন্থা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশ সরকার উপকূলীয় জেলা ও রায়লসীমা অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শনিবার জরুরি বৈঠক করেন এবং নির্দেশ দেন—“প্রয়োজনে স্কুল ও কলেজ বন্ধ রাখতে হবে, বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ যেন ব্যাহত না হয়, সংবেদনশীল জেলাগুলিতে NDRF ও SDRF দল মোতায়েন রাখতে হবে, এবং কাকিনাডায় ‘হাসপাতাল অন হুইলস’ ব্যবস্থা চালু করতে হবে।”
advertisement
advertisement
ওড়িশা সরকারও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা সক্রিয় করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ১৬টি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা। রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারী জানিয়েছেন, “মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ঘূর্ণিঝড়ের আগেই সমস্ত সতর্কতা নেওয়া হচ্ছে।”
