চিন হোক বা পাকিস্তান, ৬০০ কিমি ভিতরে ঢুকে ধ্বংসলীলা চালাতে পারবে রাফাল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
চিন হোক বা পাকিস্তান, শত্রুর সঙ্গে লড়াইয়ে কতটা অপরিহার্য হয়ে উঠতে চলেছে এই বিমান দেখে নেওয়া যাক-
চুক্তি হয়েছিল চার বছর আগে। জলঘোলাও কম হয়নি। অবশেষে আজ অর্থাৎ ২৯ জুলাই ভারতে আসতে চলেছে রাফাল বিমান। হরিয়ানার অম্বলায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে এই বিমান। আরও একবার জেনে নেওয়া যাক ঠিক কতটা শক্তিমান এই যু্দ্ধবিমান। চিন হোক বা পাকিস্তান, শত্রুর সঙ্গে লড়াইয়ে কতটা অপরিহার্য হয়ে উঠতে চলেছে এই বিমান-
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাকিস্তান এবং চিনের বায়ুসেনা যে জেএফ ১৭ এবং জে ২০ যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে, সেগুলি দিনে এবং রাতে উড়তে এবং যুদ্ধক্ষেত্রে লড়াই চালাতে সক্ষম৷ চিনের দাবি অনুযায়ী, জেএফ ১৭ ফোর্থ জেনারেশন এবং জে ২০ ফিফথ জেনারেশন এয়ারক্রাফট৷ অন্যদিকে রাফালকে বলা হচ্ছে ৪.৫ জেনারেশন এয়ারক্রাফট৷ রাফালের নির্মাণকারী সংস্থা দাসল্ট-এর দাবি, এগুলি omnirole এয়ারক্রাফট৷ অর্থাৎ প্রত্যেকটি মিশনে এই যুদ্ধবিমানকে যে লক্ষ্যে কাজে লাগানো হয়, প্রয়োজনে রাফাল তার থেকেও অতিরিক্ত করার ক্ষমতা রাখে৷
advertisement
তবে যুদ্ধবিমান যতই অত্যাধুনিক এবং ক্ষমতাসম্পন্ন হোক না কেন, তার সাফল্য নির্ভর করে অস্ত্রশস্ত্র এবং রাডারের উপর৷ সামরিক বিশেষজ্ঞদের মতে, রাফাল যে ধরনের মিসাইল এবং অস্ত্রশস্ত্র বহনে সক্ষম, তা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা এবং সর্বাধুনিক৷ রাফাল যে ধরনের METEOR এয়ার টু এয়ার লং রেঞ্জ মিসাইল ব্যবহার করে, তা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আকাশে যুদ্ধের গতিপ্রকৃতি আমূল বদলে দেবে বলেই মনে করা হচ্ছে৷