Radhika Yadav Update: সকাল ১০.৩০টা, রান্নাঘরে ছিল মেয়েটা...পিছনে এসে দাঁড়াল বাবা! কীভাবে মেরেছে জানেন? এল স্বীকারোক্তি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, মেয়ের এই উন্নতিকে ভালভাবে নিতেন না দীপক৷ পুলিশকে জেরায় দীপক স্বীকার করেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
গুরুগ্রাম: মেয়ে রাজ্যস্তরে টেনিস খেলে৷ কেরিয়ারে সফল৷ নিজে উপার্জনও করছে৷ পঁচিশ বছরের মেয়েকে খুন করল ৪৯ বছরের বাবা৷ গুরুগ্রামের ঘটনায় স্তম্ভিত ক্রীড়া মহল তো বটেই গোটা দেশও৷ সামনে এসেছে অভিযুক্ত দীপক যাদবের ভয়ঙ্কর স্বীকারোক্তি৷ রাধিকার কাকার করা FIR-এর কপি৷ খুনের দিনের সকালের যে বিবরণ সেখানে রয়েছে, তা ভয়ঙ্কর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, মেয়ের এই উন্নতিকে ভালভাবে নিতেন না দীপক৷ পুলিশকে জেরায় দীপক স্বীকার করেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
advertisement
advertisement