EMI for Mangoes: এখন আম খেয়ে পরে দাম দিন কিস্তিতে! কোথায় মিলছে ইএমআই, কী কী নিয়ম জানুন

Last Updated:
EMI for Mangoes: সংবাদমাধ্যমে সনস জানিয়েছেন তাঁর দোকানই সারা দেশে প্রথম কিস্তিতে আমের টাকা শোধ করার সুযোগ দিচ্ছে।
1/9
যদি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কেনার জন্য ইএমআই থাকতে পারে, তাহলে আমের জন্য কেন থাকবে না? প্রশ্ন তুলেছেন পুণের এক ব্যবসায়ী।
যদি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কেনার জন্য ইএমআই থাকতে পারে, তাহলে আমের জন্য কেন থাকবে না? প্রশ্ন তুলেছেন পুণের এক ব্যবসায়ী।
advertisement
2/9
যেমন ভাবা, তেমন কাজ। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রডাক্টসের গৌরব সনসের। তিনি আম কেনার জন্য শুরু করলেন ইএমআই পরিষেবা।
যেমন ভাবা, তেমন কাজ। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রডাক্টসের গৌরব সনসের। তিনি আম কেনার জন্য শুরু করলেন ইএমআই পরিষেবা।
advertisement
3/9
তবে যে সে আম নয়। এই পরিষেবা মিলবে শুধুমাত্র আলফানসো আমের জন্য। প্রসঙ্গত মহারাষ্ট্রের কোঙ্কণ এলাকার দেবগড় এবং রত্নগিরির আলফানসো বা হাপুস আম বিশ্ববিখ্যাত।
তবে যে সে আম নয়। এই পরিষেবা মিলবে শুধুমাত্র আলফানসো আমের জন্য। প্রসঙ্গত মহারাষ্ট্রের কোঙ্কণ এলাকার দেবগড় এবং রত্নগিরির আলফানসো বা হাপুস আম বিশ্ববিখ্যাত।
advertisement
4/9
 বর্তমানে খুচরো বাজারে এক ডজন আলফানসো আমের মূল্য ৮০০ থেকে ১৩০০ টাকা।
বর্তমানে খুচরো বাজারে এক ডজন আলফানসো আমের মূল্য ৮০০ থেকে ১৩০০ টাকা।
advertisement
5/9
সংবাদমাধ্যমে সনস জানিয়েছেন তাঁর দোকানই সারা দেশে প্রথম কিস্তিতে আমের টাকা শোধ করার সুযোগ দিচ্ছে।
সংবাদমাধ্যমে সনস জানিয়েছেন তাঁর দোকানই সারা দেশে প্রথম কিস্তিতে আমের টাকা শোধ করার সুযোগ দিচ্ছে।
advertisement
6/9
কিস্তিতে যেমন স্মার্টফোন কেনা হয়, সেরকমভাবেই সনসের দোকান থেকে আলফানসো আম কেনা যাবে।
কিস্তিতে যেমন স্মার্টফোন কেনা হয়, সেরকমভাবেই সনসের দোকান থেকে আলফানসো আম কেনা যাবে।
advertisement
7/9
ক্রেডিট কার্ডের মাধ্যমে আম কেনার পর ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে দাম।
ক্রেডিট কার্ডের মাধ্যমে আম কেনার পর ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে দাম।
advertisement
8/9
তবে আছে শর্তও। সনসের কাছ থেকে কিনতে হবে অন্তত ৫ হাজার টাকার আম। তবেই মিলবে ইএমআই পরিষেবা।
তবে আছে শর্তও। সনসের কাছ থেকে কিনতে হবে অন্তত ৫ হাজার টাকার আম। তবেই মিলবে ইএমআই পরিষেবা।
advertisement
9/9
এখনও পর্যন্ত চারজন ক্রেতা এভাবে আম কিনেছেন বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত চারজন ক্রেতা এভাবে আম কিনেছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement